AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri News: ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে ‘আক্রান্ত’ ব্যাঙ্ক কর্মী

Jalpaiguri News: দীর্ঘদিন তিনি ব্যাঙ্কের ঋণের কিস্তি পরিশোধ করেননি । এদিন প্রথমে ব্যাঙ্কের এক কর্মী তাঁর বাড়িতে কিস্তি আনতে যান।

Jalpaiguri News: ঋণের কিস্তির টাকা চাইতে গিয়ে 'আক্রান্ত' ব্যাঙ্ক কর্মী
জলপাইগুড়িতে আক্রান্ত ব্যাঙ্ক কর্মী (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 25, 2022 | 7:12 AM
Share

জলপাইগুড়ি: কিস্তির টাকা তুলতে গিয়ে আক্রান্ত তিন ব্যাঙ্ক কর্মী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আংড়াভাষা এলাকায়। রাতেই থানায় চার জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যাঙ্ক কর্মীরা। জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের আংড়াভাষা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন তিনি ব্যাঙ্কের ঋণের কিস্তি পরিশোধ করেননি । এদিন প্রথমে ব্যাঙ্কের এক কর্মী তাঁর বাড়িতে কিস্তি আনতে যান।

অভিযোগ, বাড়িতে গেলে ব্যাঙ্ক কর্মীকে হুমকি দেন রবিউল। কিস্তির টাকা দেবেন না বলে জানিয়ে দেন। ব্যাঙ্ক কর্মীরা যখন তাঁকে বলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখন তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।

এরপর সেই ব্যাঙ্ক কর্মী ম্যানেজারকে বিষয়টি জানান। ব্যাঙ্কের ম্যানেজার আরও একজনকে নিয়ে সেখানে হাজির হন। অভিযোগ, রবিউল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা তখন তিন ব্যাঙ্ক কর্মীর উপর চড়াও হন। রীতিমতো লাঠি, লোহার রড দিয়ে তিনজনকে বেধড়ক মারধর করা হয়।

ব্যাঙ্কের ম্যানেজার হেলমেট পড়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু রডের আঘাতে হেলমেট ফেটে যায়। ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্যাঙ্কের ৩ কর্মী । এরপর ওখান থেকে কোনওমতে বেরিয়ে রাতে ধূপগুড়ি থানায় এসে চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আক্রান্ত ব্যাঙ্ক কর্মী বলেন, “আমার টাকা চাইতে গিয়েছিলাম। সেই টাকা ব্যাঙ্কেরই। উল্টে তিনিই হুজ্জুতি শুরু করলেন টাকা দেবেন না বলে। প্রথমে আমাদের হুমকি দেওয়া হচ্ছিল, যা ইচ্ছে করে নেওয়ার। আমরা তখন বলেছিলাম ব্যাঙ্কের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। তখনই আরও বেশি চোটে যায়। আমাদের ওপরেই হামলা শুরু করেন।” পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন: Bagtui Case in Supreme Court: বগটুই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হিন্দু সেনার সভাপতির

আরও পড়ুন: Bagtui Massacre: ‘কেন বললেন শর্ট সার্কিটের কথা?’, বগটুইয়ে মুখ্যমন্ত্রীর সামনেই অনুব্রতকে চেপে ধরলেন সন্তানহারা বাবা