Kidnapping Case: ঘরের ভিতরেই চুরির চেষ্টা, মশারির ভিতরে ‘যুদ্ধ’ করে সন্তানকে বাঁচালেন মা-বাবা
Kidnapping Case: জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘরের বেড়া ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় মশারির ভিতর থেকেই চুপিসারে বাচ্চাটিকে বের করে নেওয়ার চেষ্টা করছিল তারা। তবে টের পেয়ে যান মা। টেনে ধরে শিশুর হাত। এরপর সটাং লাথি মারে দুষ্কৃতীকে।
ধূপগুড়ি: ছেলেধরা আতঙ্কে ইতিমধ্যেই ভুগছে রাজ্য। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে সেই খবর প্রকাশ্যে এসেছে। এবার বাড়ির ভিতর থেকেই নাবালককে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। শুধু তাই নয়, মা-বাবার পাশ থেকেই ঘুমের মধ্যে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার ধান্দা। পরে অপহরণকারীদের সঙ্গে লড়াই করে শিশুকে উদ্ধার বাবা-মায়ের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘরের বেড়া ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় মশারির ভিতর থেকেই চুপিসারে বাচ্চাটিকে বের করে নেওয়ার চেষ্টা করছিল তারা। তবে টের পেয়ে যান মা। টেনে ধরে শিশুর হাত। এরপর সটাং লাথি মারে দুষ্কৃতীকে। জেগে যান বাবা। মশারির ভিতর থেকে দুষ্কৃতীর মাথা টেনে ধরেন তিনি। এরপরই কোনও রকমে সেখান থেকে ছুটে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বরুণ দাস বলেন, “রাত আনুমানিক তিনটে নাগাদ যখন আমরা সকলে গভীর ঘুমে ছিলাম। ঠিক সেই সময় মাটির ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকে ওরা। আমাদের বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওর চিৎকারের আওয়াজ শুনে টের পেয়ে যায় ওর মা।”
এ দিকে, বরুণ ও দীপালির চিৎকারে আশেপাশের প্রতিবেশীরাও ছুটে আসে। অন্ধকারের মধ্যে দু জনকে পালিয়ে যেতে দেখেন তাঁরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান চুরির উদ্দেশ্যেই হয়ত মাটির সিঁধ কেটে ঘরে ঢুকে ছিল অভিযুক্তরা।