AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Humsafar Express: যাত্রা শুরু শিয়ালদহ-জলপাইগুড়ি নতুন হামসফর এক্সপ্রেসের, মুখে হাসি পাহাড়প্রেমীদের, কখন ছাড়ছে, কবে ছাড়ছে জেনে নিন

New Humsafar Express: দিন উদ্বোধন পর্বে ট্রেনটি জলপাইগুড়ি স্টেশন রোড থেকে ট্রেনটি ছাড়ে দুপুর ২টো নাগাদ। সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। অনুষ্ঠানে ডিআরএম অমরজিৎ গৌতম-সহ রেল অনেক উচ্চপদস্থ আধিকারিক।

New Humsafar Express: যাত্রা শুরু শিয়ালদহ-জলপাইগুড়ি নতুন হামসফর এক্সপ্রেসের, মুখে হাসি পাহাড়প্রেমীদের, কখন ছাড়ছে, কবে ছাড়ছে জেনে নিন
যাত্রা শুরু নতুন হামসফর এক্সপ্রেসের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 6:19 PM
Share

জলপাইগুড়ি: জলপাইগুড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে নতুন হামসফর এক্সপ্রেস। খবরটা আসার পর থেকেই উত্তরবঙ্গ তো বটেই বিশেষত দক্ষিণবঙ্গ থেকে উত্তরে ঘুরতে যাওয়া পর্যটকদের মুখের হাসি চওড়া হয়েছিল। তারপর থেকে শুধুই চলছিল অপেক্ষা। অবশেষে শনিবার দুপুরে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই নয়া হামসফর এক্সপ্রেস। ২১ কোচের এই ট্রেনে রয়েছে ১৬টি এসি কোচ। রয়েছে দু’টি স্লিপার কোচও। সপ্তাহে একদিন চলবে এই ট্রেন। 

এদিন ট্রেনটির শুভ সূচনা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। রেল সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। শনিবার দুপুর ১২টায় ঢুরবে জলপাইগুড়ি রোড স্টেশনে। ওই দিনই ফের রাত সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছেড়ে আসবে শিয়ালদহের উদ্দেশ্যে। রবিবার সকাল আটটায় পৌঁছাবে শিয়ালদহে। 

তবে এদিন উদ্বোধন পর্বে ট্রেনটি জলপাইগুড়ি স্টেশন রোড থেকে ট্রেনটি ছাড়ে দুপুর ২টো নাগাদ। সবুজ পতাকা নেড়ে ট্রেনটির যাত্রার শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। অনুষ্ঠানে ডিআরএম অমরজিৎ গৌতম-সহ রেল অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।