AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snake Recover: কালো-লম্বা এটা কী! চোখ ঘষতে-ঘষতে বাড়ি উঠোনে তাকাতেই চমকে গেলেন সকলে

Snake Recover:গরম পড়তে শুরু করেছে। আর গরম পড়তে না পড়তে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় সাপের উপদ্রব শুরু হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবারেও ডুয়ার্সের মেটিলি ব্লকের শ্রমিক মহল্লা থেকে একটি বিষধর সাপ উদ্ধার হয়েছে।

Snake Recover: কালো-লম্বা এটা কী! চোখ ঘষতে-ঘষতে বাড়ি উঠোনে তাকাতেই চমকে গেলেন সকলে
চোখ কপালে উঠলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 29, 2025 | 6:00 PM
Share

মাটিয়ালি: সকালে ঘুম থেকে উঠেছিলেন। বাড়ির সদর দরজা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড়। এটা কী যাচ্ছে এঁকেবেঁকে কালো রঙের! শুরু হল হইচই। প্রায় ১২ ফুট লম্বা কিং কোবরা দেখে চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

গরম পড়তে শুরু করেছে। আর গরম পড়তে না পড়তে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকায় সাপের উপদ্রব শুরু হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শনিবারেও ডুয়ার্সের মেটিলি ব্লকের শ্রমিক মহল্লা থেকে একটি বিষধর সাপ উদ্ধার হয়েছে। বাড়ির বাসিন্দারা উঠোনে কিং কোবরাকে ঘুরতে দেখে। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। খবর দেওয়া হয় বনদফতর ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সর্পপ্রেমী দিবস রায়। প্রায় এক ঘণ্টার ব্যবধানে সেই সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বন কর্মীদের সহযোগিতায় সেই ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপটিকে জঙ্গলের নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত এর আগেও ডুয়ার্সের মালবাজার বানারহাট নাগরাকাটা সহ বিভিন্ন এলাকায় একাধিক বিষাক্ত কিং কোবরা সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। যদিও, এখনকার কিং কোবরা উদ্ধারের ঘটনায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস বাসিন্দাদের।

কিং কোবরা উদ্ধার