Chandrayaan-3: চন্দ্রযান-৩-এর সাফল্যের পর স্ত্রীকে খুশি করতে সত্যিই ‘চাঁদ’ এনে দিলেন বাংলার যুবক
Moon land: ২০২০ সালে রাজস্থানের আজমেরের এক ব্যক্তি বিবাহ-বার্ষিকীতে তাঁর স্ত্রীকে চাঁদে ৩ একর জমি কিনে উপহার দিয়েছিলেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও ২০১৮ সালে চাঁদে জমি কিনেছেন বলে জানিয়েছিলেন। তারপর বিহারের বৌদ্ধ গয়ার এক ব্যক্তি চাঁদে জমি কিনে নিজেকে উপহার দিয়েছিলেন।
ঝাড়গ্রাম: চাঁদ এনে দেব। ভালবাসার মানুষকে খুশি করতে, তাঁর আব্দার পূরণ করতে এরকম কথা প্রিয়জন থেকে গুরুজনের মুখে হামেশাই শোনা যায়। এবার এই চলতি প্রবাদ কার্যত বাস্তবায়িত করলেন বাংলার (West Bengal man) ছেলে সঞ্জয় মাহাত। বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখতে চাঁদে একখণ্ড জমি কিনে স্ত্রীকে উপহার দিলেন তিনি। চন্দ্রযান-৩ (Chandrayaan-3) -এর সাফল্যের পর চাঁদের (Moon) মাটিতে জমি কিনলেন।
চাঁদে মহাকাশযান পাঠানোয় বড় সাফল্য পেয়েছে ইসরো। যা নিয়ে গর্বিত গোটা দেশ। সবচেয়ে খুশির বিষয়, চন্দ্রযান-৩ চাঁদে পাঠানোর পিছনে ইসরোর যে গবেষকদের অবদান রয়েছে, তাঁদের অনেকেই বাঙালি। এবার চন্দ্রযান-৩-র সাফল্যের পরও চাঁদের মাটিতে জমি কিনলেন আরেক বাঙালি।
চাঁদে জমি কেনা সঞ্জয় মাহাত পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বাসিন্দা। চন্দ্রযান-৩-র সাফল্যের পরই চাঁদে এক একর জমি কিনেছেন তিনি। চাঁদে জমির দাম খুব একটা বেশিও নয়। সঞ্জয় মাহাত চাঁদে এক একর (৩২ কাঠা) জমি কিনেছেন মাত্র ১০ হাজার টাকায়।
হঠাৎ করে চাঁদে জমি কেনার ইচ্ছা কেন হল?
সঞ্জয় মাহাত জানান, গত এপ্রিলে তাঁর বিয়ে হয়েছে। বিয়ের আগে স্ত্রীকে চাঁদ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর কথায়, “চন্দ্রযান-৩ -র সাফল্যের পর ভাবলাম আমি আমার প্রতিশ্রুতি রাখিনি। তাই বিয়ের পর স্ত্রীর প্রথম জন্মদিনে তাঁকে চাঁদে জমি উপহার দেওয়ার কথা ভাবি।”
কীভাবে চাঁদে জমি কিনলেন সঞ্জয়?
সঞ্জয় মাহাত জানান, চাঁদে জমি কেনার জন্য তিনি এক বন্ধুর সহায়তায় লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে চাঁদে জমি কেনার গোটা প্রক্রিয়া জানেন। তারপরই তিনি জমি কিনে ফেলেন। চাঁদের জমির কেনার রেজিস্টার্ড কাগজও হাতে পেয়েছেন সঞ্জয়।
চাঁদে নিজস্ব জমি থাকলেও বাস্তবে সেখানে তো যেতে পারবেন না? জবাবে ঝাড়গ্রামের যুবক বলেন, “আমি এবং আমার স্ত্রী অনুমিকা যখন একসঙ্গে বাগানে বসব, তখন চাঁদের দিকে তাকিয়ে এই স্বর্গীয় অংশের সঙ্গে এক নিবিড় যোগাযোগ অনুভব করব। আর এটাই আমাদের ভালবাসার একটা অংশ হয়ে থাকবে।”
প্রসঙ্গত, চাঁদে জমি কেনার ঘটনা এটাই নতুন নয়। ২০২০ সালে রাজস্থানের আজমেরের এক ব্যক্তি বিবাহ-বার্ষিকীতে তাঁর স্ত্রীকে চাঁদে ৩ একর জমি কিনে উপহার দিয়েছিলেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও ২০১৮ সালে চাঁদে জমি কিনেছেন বলে জানিয়েছিলেন। তারপর বিহারের বৌদ্ধ গয়ার ব্যক্তি নীরজ কুমার নিজের জন্মদিনে চাঁদে জমি কিনে নিজেকে উপহার দিয়েছিলেন।