Bharat Jakat Majhi Pargana mahal: এবার কুড়মিদের পাল্টা, ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলাশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পড়ল দ্বিতীয় দিনে
Bharat Jakat Majhi Pargana mahal: ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও পুলিশ আধিকারিকদের দীর্ঘক্ষণ তালা দিয়ে কার্যালয়ে আটকে রাখেন আন্দোলনকারীরা। শেষমেশ রাত ১১ টা নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হয়।
ঝাড়গ্রাম: ওঁদের দাবি একটাই, কুড়মিদের এসটি ঘোষণা করা চলবে না। এই দাবিতে ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলাশাসক কার্যালয় ঘেরাও আন্দোলন জারি। মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল ওই আন্দোলন। সোমবার থেকে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহলের ডাকে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন-সহ সাঁওতালি মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিকাঠামোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রামের জেলা শাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছে। সোমবার থেকে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। সোমবার দফায় দফায় আলোচনা করা হলেও কোনও সমাধান সূত্র মেলেনি। ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল ও পুলিশ আধিকারিকদের দীর্ঘক্ষণ তালা দিয়ে কার্যালয়ে আটকে রাখেন আন্দোলনকারীরা। শেষমেশ রাত ১১ টা নাগাদ তাঁদের মুক্তি দেওয়া হয়।
আধিকারিকদের বার করে ফের কার্যালয়ে তালা চাবি লাগিয়ে দেন আন্দোলনকারীরা। সোমবার থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের দাবি না মেটা পর্যন্ত ঝাড়গ্রামের জেলা শাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি আন্দোলন চলবে বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবারের মতো মঙ্গলবারও ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে কোনও কর্মী ও আধিকারিকরা ঢুকতে পারেনি। তাই জেলাশাসকের কার্যালয়ে সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে। তবে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্ব। তাঁদের একটাই বক্তব্য, কোনওভাবেই কুড়মিদের এসটি তথা তফসিল উপজাতি স্বীকৃতি দেওয়া চলবে না। সেই সঙ্গে আরও একাধিক দাবি জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে।
এর আগে ফেব্রুয়ারি মাসেই একই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জঙ্গলসফরের আগেই বিক্ষোভ দেখায় ভারত জাকাত মাঝি পারগনা মহল। আন্দোলনকারীদের নেতা বলেন, ‘‘অর্নিদিষ্ট কালের জন্য আমরা ঘেরাও কর্মসূচি করেছি। যদি প্রশাসনের কাছ থেকে আমরা সদুত্তর না পাই।”