AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lok Sabha Election 2024, second phase: দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?

Lok Sabha Election 2024, second phase: ২৬ এপ্রিল, লোকসভা নির্বাচন ২০২৪-এর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে - দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। ২০১৯ সালের নির্বাচনে তিনটি কেন্দ্রই গিয়েছিল বিজেপির ঝুলিতে। এবার কি তারা এই তিন কেন্দ্র ধরে রাখতে পারবে?

Lok Sabha Election 2024, second phase: দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 28, 2024 | 7:30 PM
Share

নয়া দিল্লি: ২৬ এপ্রিল, লোকসভা নির্বাচন ২০২৪-এর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে – দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ এপ্রিল। ৫ এপ্রিল হবে স্ক্রুটিনি আর ৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০০৯ সাল পর্যন্ত বালুরঘাট কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত ছিল। তবে এখন তিনটি কেন্দ্রই অসংরক্ষিত।

২০১৯ সালের নির্বাচনে তিনটি কেন্দ্রই গিয়েছিল বিজেপির ঝুলিতে। দার্জিলিংয়ে ২০০৯ সাল থেকেই পরপর তিনবার তিনজন ভিন্ন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। এবারও এই কেন্দ্র থেকে ২০১৯ সালের জয়ী প্রার্থী রাজু বিস্তাকেই ফের প্রার্থী করেছে বিজেপি। বালুরঘাট কেন্দ্রেও ফের প্রার্থী হয়েছেন ২০১৯ সালের জয়ী প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত গঙ্গোপাধ্য়ায়। রায়গঞ্জ কেন্দ্রের ২০১৯ সালের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এবার রায়গঞ্জে তার বদলে বিজেপি প্রার্থী হয়েছেন কার্তিক পাল

এদিকে, তৃণমূল কংগ্রেস দার্জিলিংয়ে প্রার্থী করেছে গোপাল লামাকে। রায়গঞ্জে প্রার্থী করেছে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যানিকে। আর বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র

দার্জিলিংয়ে কংগ্রেস প্রার্থী করেছে গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতা বিনয় তামাংকে। তৃণমূল কংগ্রেস ঘুরে ২০২৩-এ তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জেও ইন্ডিয়া জোটের পক্ষে প্রার্থী দিয়েছে কংগ্রেসই। প্রার্থী হয়েছেন আলি ইমরান রামজ ওরফে ভিক্টর। ২০০৯ সালে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার কনিষ্ঠতম সদস্য হয়েছিলেন। বালুরঘাটে প্রার্থী দিয়েছে আরএসপি। প্রার্থী হয়েছেন জয়দেব সিদ্ধান্ত