AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lovely Maitra: ‘ছোটবেলার কথা মনে পড়ছে’, হঠাৎ কেন নস্টালজিক লাভলি মৈত্র?

Lovely Maitra: লাভলি মৈত্রের কথায়, "মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। ছাত্র ছাত্রীদের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই টেনশনে। আমরা এসেছি শুভেচ্ছে জানাতে। প্রতি বছরই আমরা আসি শুভেচ্ছা জানাতে। আমাদের মা-কাকিমারা সকলকে দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছেন। খুবই ভাল লাগছে।"

Lovely Maitra: 'ছোটবেলার কথা মনে পড়ছে', হঠাৎ কেন নস্টালজিক লাভলি মৈত্র?
বিধায়ক লাভলি মৈত্র। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 02, 2024 | 11:40 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: মাধ্যমিক কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে নিজের মেয়েবেলার কথা মনে পড়ে গেল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের। আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। লাভলি নিজের এলাকায় সকাল থেকেই বেরিয়ে পড়েছেন। রাজপুর বিদ্যানিধি হাইস্কুলে পরীক্ষার্থীদের গোলাপ, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছাও জানান তিনি।

সেখানেই লাভলি বলেন, “আমি ওদের দেখছি, আমার নিজের কথা মনে পড়ে যাচ্ছে। জীবনের প্রথম বড় পরীক্ষা। সকলেই খুব টেনশনে থাকে জানি। তবু সকলকেই বলব মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে।” এ বছর মাধ্যমিকের সময় অনেকটাই এগিয়ে এসেছে। গত বছর পর্যন্ত মাধ্যমিক হয়েছে ১১টা ৪৫ মিনিটে। এ বছর পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে এসেছে। সকাল ৯টা ৪৫ থেকে শুরু হয়েছে পরীক্ষা।

লাভলি মৈত্রের কথায়, “মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। ছাত্র ছাত্রীদের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই টেনশনে। আমরা এসেছি শুভেচ্ছে জানাতে। প্রতি বছরই আমরা আসি শুভেচ্ছা জানাতে। আমাদের মা-কাকিমারা সকলকে দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছেন। খুবই ভাল লাগছে। অভিভাবকদের জন্য একটা সেবা ক্যাম্প করা হয়েছে প্রত্যেক স্কুলের ২০০ মিটারের মধ্যে। পানীয় জল, চা থাকছে সেখানে। সুষ্ঠু পরিস্থিতিতে যাতে পরীক্ষা চলে তার জন্য আমরা সবসময় রয়েছি।”