Maldah: ‘ওরা গলায় কোপ মেরেছে, কান কেটে দিয়েছে, একটা আঙুলও নাই’, শিউরে ওঠার মতো ঘটনা মালদহে

Crime News: আব্দুল জলিলকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Maldah: 'ওরা গলায় কোপ মেরেছে, কান কেটে দিয়েছে, একটা আঙুলও নাই', শিউরে ওঠার মতো ঘটনা মালদহে
দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে চরম শাস্তির মুখে পড়তে হল এক প্রতিবেশীকে। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2021 | 1:46 PM

মালদহ: দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে চরম শাস্তির মুখে পড়তে হল এক প্রতিবেশীকে। তাঁর কান ও হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল ওই পরিবারের বিরুদ্ধে। শরীরের বিভিন্ন জায়গায় কোপানোরও অভিযোগ উঠেছে। এমনই মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল মালদহের (Maldah) চাঁচলের মালতীপুর।

আক্রান্ত ওই প্রৌঢ়ের নাম আব্দুল জলিল (৫৫)। পেশায় কৃষক তিনি। আব্দুল জলিলকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আব্দুল জলিলের ছেলে গোলাম মুস্তাফা জানান, সোমবার রাতে নাজির হোসেন ও ইনসান আলি নামে দুই ভাই প্রকাশ্যে রাস্তায় অকথ্য ভাষায় গালাগালি করে ঝগড়া করছিলেন। সেই সময় তাঁর বাবা, প্রতিবাদ করেন।

গোলামের কথায়, দুই ভাইয়ের বিবাদ মিটিয়ে দেওয়ারই চেষ্টা করছিলেন তাঁর বাবা। সেই সময় ক্ষুব্ধ নাজির হোসেন ধারাল অস্ত্র নিয়ে আব্দুলের উপর চড়াও হয় বলে অভিযোগ। প্রথমে দুই ভাইয়ের মাঝে ঢোকার কারণে কান কেটে নেয় বলে অভিযোগ। এরপর হাতের আঙুলেও কোপ বসায়। যন্ত্রণায় চিৎকার করে প্রৌঢ় ওই অবস্থায় বাধা দিতে গেলে তাঁর গায়ে এলোপাথাড়ি কোপ মারা হয় বলেও অভিযোগ।

যদিও এরপর কেউ কিছু বোঝার আগেই অভিযুক্ত নাজির হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও অভিযুক্তকে নাগালে পাননি কেউ। গুরুত্বর আহত আব্দুল জলিলকে প্রথমে চাঁচল হাসপাতালে ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গোলাম মুস্তাফা বলেন, “নাজির আর ইনসান দুই ভাই। ওরা রাস্তায় দাঁড়িয়ে জঘন্য ভাষায় কথা বলছিল। গালাগালি করছিল। সেই সময় বাবা ওদের বলে, এ ভাবে কেন রাস্তার মধ্যে ভাইয়ে ভাইয়ে ঝামেলা করছিস? কেন খারাপ কথা বলছিস। এরপরই বাবাকে একা পেয়ে নাজির চড়াও হয়। হাঁসুয়া দিয়ে বাবার গলায় কোপ মেরেছে। একটা কান কেটে দিয়েছে। হাতের একটা আঙুলও নাই। কেটে ফেলে দিয়েছে।”

আরও পড়ুন: BIG NEWS: অবশেষে স্বস্তি রাজ্যের, ভবানীপুরে ভোট হচ্ছেই; জানিয়ে দিল হাইকোর্ট