AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC in Malda: ১০০ দিনের কাজের টাকা নয়ছয়! প্রতিবাদ করতেই বিজেপি নেতাকে বিবস্ত্র করে মার তৃণমূলের দলবলের

Malda: ঘর থেকে টেনে বের করে গণপ্রহারের অভিযোগ ওঠে।

TMC in Malda: ১০০ দিনের কাজের টাকা নয়ছয়! প্রতিবাদ করতেই বিজেপি নেতাকে বিবস্ত্র করে মার তৃণমূলের দলবলের
বিজেপি নেতাকে মারধর তৃণমূল পঞ্চায়েত প্রধানের (প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 4:50 PM
Share

মালদা: আবার মালদা। যত কাণ্ড সব যেন মালদায়। কখনও কাটমানি কখনও গোষ্ঠী কোন্দল। বার-বার উঠে এসেছে তৃণমূলের নাম। এবার এক নৃশংস ঘটনার সাক্ষী থকল মালদা। একশো দিনের প্রকল্পে দুর্নীতির প্রতিবাদ করার শাস্তি। বিজেপি নেতাকে ঘর থেকে টেনে বের করে গণপ্রহার। প্রায় বিবস্ত্র করে বার বার আঘাত যৌনাঙ্গে। গুরুতর আহত গাজোলের এক বুথ সভাপতি। তিনি বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত আরও এক বিজেপি কর্মী।

ঘটনাস্থান গাজোল। অভিযোগ উঠছে, সেখানকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধানের দলবলের বিরুদ্ধে। আহতরা জানিয়েছেন, হাটনগর এলাকায় একশো দিনের কাজ প্রকল্পের চারটি স্কিমে সতেরো লক্ষ টাকারও বেশি টাকা নয়ছয় করা হচ্ছে। এই অভিযোগ তুলতেই তৃণমূলের দলবল বিজেপি ওই নেতাকর্মীকে মারধর করেছে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, ভুয়ো মাস্টার রোল তৈরি করে একশো দিনের টাকা আশাকর্মী, ব্যবসায়ী, হাতুড়ে ডাক্তারের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। পাশাপাশি গাজোলের বিডিও ও জেলাশাসকের কাছে গত ২৭ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন বিজেপি নেতা। সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকায় তদন্ত করতে যাওয়ার কথা ছিল গাজোলের বিডিওর। কিন্তু তার আগেই ওই বিজেপি নেতা ও তার কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে গণপ্রহার দেওয়া হয়। প্রায় বিবস্ত্র করে বার বার নিন্মাঙ্গে আঘাত করা হয়।

এই বিষয়ে আহত বিজেপি নেতা বলেন, “লক্ষ-লক্ষ টাকা তছরুপ করছেন ওই তৃণমূল পঞ্চায়েত। আমরা জানতে পারার পরই বিডিওকে খবর দিই। খবর দেওয়ার পরই বিডিও আসবেন বলে কথা দিয়েছিলেন। এই খবর পেয়েই তৃণমূল ওই নেতা ও তার দলবল আমাদের বাড়ি থেকে টেনে বের করে এনে বেধড়ক মারধর করতে থাকেন। নিম্নাঙ্গে আঘাত করেন। পরে আমাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ”

এই বিষয়ে বিজেপি নেতা গোবিন্দ মণ্ডল বলেন, “এদের এটাই সংস্কৃতি। গ্রামে-গ্রামে পঞ্চায়েতে লুটপাঠ চালাচ্ছে এরা। কাটমানি নেওয়া এদের সংস্কৃতি। আর এর প্রতিবাদ করতে গেলেই এই ধরনের হামলা হচ্ছে।এর ফল পঞ্চায়েতে ভোটেই পাওয়া যাবে।” অন্যদিকে, তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, “এটা তৃণমূল সংস্কৃতিতে নেই। তবে যারা আইন ভেঙে এই ধরনের কাজ করেছে প্রশাসনের তরফ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনা যেই করুক তাকে তৃণমূল সমর্থন করবে না।”

আরও পড়ুন: TMC Group Clash: গোষ্ঠী কোন্দলের জের, নিজের দলেরই কার্যলয় ভাঙচুর তৃণমূল কর্মীদের!