TMC: ‘তৃণমূলের একাংশ কংগ্রেস-বিজেপির হয়ে কাজ করেছে’, দাবি খোদ শাসক নেতার

Malda: ভোট পর্বে দলের একাংশ কংগ্রেস ও বিজেপির হয়ে কাজ করেছে, সে কথা অকপটে মানছেন তৃণমূলের মালদা জেলা সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। ওই তৃণমূল নেতার দাবি, তাঁর কাছে খবর আছে, দলের কিছু কিছু লোক কংগ্রেস ও বিজেপির হয়ে কাজ করেছেন।

TMC: 'তৃণমূলের একাংশ কংগ্রেস-বিজেপির হয়ে কাজ করেছে', দাবি খোদ শাসক নেতার
তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের পতাকাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 5:05 PM

মালদা: সাত দফার ভোটগ্রহণ পর্ব শেষ। এবার গণনার পালা। তার আগেই মালদায় শাসক শিবিরের অন্দরে অন্তর্ঘাত? সেই সম্ভাবনার কথা এবার খোদ তৃণমূল নেতার গলায়। ভোট পর্বে দলের একাংশ কংগ্রেস ও বিজেপির হয়ে কাজ করেছে, সে কথা অকপটে মানছেন তৃণমূলের মালদা জেলা সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য বুলবুল খান। তিনি বলেন,’পার্টির কাছে রিপোর্ট আছে, কারা দলের ভিতরে কাজ খারাপ করেছে। যারা এসব কাজ করেছে, তাদের নজরে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।’ এরপরই তৃণমূলের জেলা সম্পাদকের সংযোজন, তাঁর কাছে খবর আছে, দলের কিছু কিছু লোক কংগ্রেস ও বিজেপির হয়ে কাজ করেছেন।

তৃণমূল নেতার এমন দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। ভোটগণনার আগে মালদা জেলার তৃণমূল নেতার এমন চাঞ্চল্যকর দাবিতে সরগরম জেলার রাজনৈতিক মহল। শাসক দলের নেতার এমন মন্তব্যের পর পাল্টা মুখ খুলেছেন কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সম্পাদক রুপেশ আগরওয়ালের দাবি, ৪ জুনের পর তৃণমূলের মধ্যে একটি ‘ভূমিকম্প’ হবে। তিনি বলেন, ‘সেই ভূমিকম্পে তৃণমূল দল ভেঙে ছাড়খার হয়ে যাবে। তৃণমূল দলের কে কাজ করেছেন, কে কাজ করেননি, সেই তালিকা তাদের কাছে থাকতেই পারে। সেটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভোটগণনার পর তৃণমূলে ভূমিকম্প হবেই।’

অন্যদিকে উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমেরও আবার দাবি, প্রকাশ্যে সমর্থন না করলেও গোপনে অনেকেই বাম-কংগ্রেসকে সমর্থন করেছেন। তাঁর বক্তব্য, “প্রচুর মানুষ আছেন যাঁরা বাম-কংগ্রেসের ঝান্ডা ধরতে ভয় পান। এমন প্রচুর মানুষ নীরবে বিপ্লব ঘটিয়েছেন।”