Malda TMC: হাঁসুয়া দিয়ে কোপ মেরে বাঁ হাত কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল! বিস্ফোরক অভিযোগ তৃণমূলকর্মীর
TMC-BJP Clash: স্থানীয় বিজেপি নেতৃত্ব এই পুরো অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, এটি একটি পারিবারিক ও গ্রাম্য বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি বিজেপির।

মালদহ: আচমকা দুষ্কৃতী হামলা তৃণমূলকর্মীর বাড়িতে। স্বামী-স্ত্রীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। গুরুত আহত অবস্থায় স্ত্রীকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাতে আঘাত করার পাশাপাশি বুকেও একাধিকবার আঘাত করা হয়েছে বলে অভিযোগ।
মালদহের মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম সুষমা মণ্ডল রায়। ধারাল হাঁসুয়া দিয়ে তাঁর বাম হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গে বুকে একাধিক কোপ মারা হয়েছে বলেও দাবি পরিবারের।
ঘটনায় শুধু সুষমা নন, আহত হয়েছেন তাঁর স্বামী বাপি রায়ও। আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ, তাঁর বৌদি, মালা রায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সেই সূত্রে তাঁদের পরিবার দীর্ঘদিন ধরেই শাসকদলের সঙ্গে যুক্ত। আর এটাই আক্রমণের কারণ বলে দাবি করেছেন তিনি। বাপি রায়ের দাবি, তাঁরা তৃণমূল কর্মী হওয়ায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তাঁর স্ত্রী এবং তাঁর উপর হামলা করেছে।
তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই পুরো অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, এটি একটি পারিবারিক ও গ্রাম্য বিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি বিজেপির। বিজেপির দক্ষিণ মালদহের সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “মালদহে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই পারিবারিক বিবাদেও বিজেপির উপর দায় চাপানো হচ্ছে।” অন্যদিকে তৃণমূল এই ঘটনায় কঠোর শাস্তির দাবি করেছে।
