Malda Train incident: প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে ট্রেন, মালদহের মুরসালিমকে পুরস্কার দেওয়ার দাবি সাংসদের
Malda Train incident: শনিবার পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে কোনও ক্রমে রক্ষা পায় শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই সুপারফাস্ট ট্রেনে কয়েকশ যাত্রী ছিলেন সেই সময়।

মালদহ: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে মালদহের কিশোর শুধু প্রাণের ঝুঁকি নিয়েছে তাই নয়, উপস্থিত বুদ্ধিরও পরিচয় দিয়েছে। পঞ্চম শ্রেণির সেই ছাত্রকে যাতে পুরস্কৃত করা হয়, রেলের কাছে সেই দাবি জানিয়েছেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। শুধু তাই নয়, রেল লাইনের ওই বিপজ্জনক অবস্থা কীভাবে রেলের চোখ এড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ। তিনি জানিয়েছেন, ওই কিশোরকে সাহসিকতার পুরস্কার দেওয়ার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন করছেন তিনি।
গতকাল, শনিবার পঞ্চম শ্রেণির ছাত্রের উপস্থিত বুদ্ধিতে কোনও ক্রমে রক্ষা পায় শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ওই সুপারফাস্ট ট্রেনে কয়েকশ যাত্রী ছিলেন সেই সময়। তার কীর্তি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান রেলকর্তারাও। মালদহের ভালুকা রোডে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গিয়েছিল। আর তা দেখতে পেয়েই দাঁড়িয়ে যায় মুরসালিম নামে ওই কিশোর। নিজের পরণে থাকা লাল গেঞ্জি খুলে নাড়াতে থাকে সে। দূর থেকে তা দেখতে পেয়েই গাড়ি থামিয়ে দেন চালক। এরপর রেলের কর্মীরা লাইন মেরামত করলে, তারপরই ছাড়ে ট্রেন।
সাংসদ খগেন মুর্মুর এলাকাতেই এই ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছেন তিনি। রেলের সমালোচনা করেছেন বিজেপি সাংসদ। এমন বিপজ্জনক অবস্থা রেল কর্তৃপক্ষের চোখে পড়ল না কেন, তা নিয়ে সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে রেলের কর্তব্যরত আধিকারিকের দাবি, তাঁদের কাছে এমন কোনও খবর নেই। তিনি নাকি জানেনই না। এমনটাই বলেছেন মালদহে দায়িত্বরত রেলের ইন্সপেক্টর গোপাল মাজি। ডিআরএম-কে ফোন করে সাংসদ খগেন মুর্মু কার্যত ধমক দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, রেল লাইনের ধারে খাদ তৈরি হল কেন? কী করছিলেন দায়িত্বরত কর্মী আধিকারিকরা? তদন্তের আর্জি জানিয়েছেন সাংসদ খগেন মুর্মু।
