AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maldah: ডিজি রাজীব কুমার গেলেন, উড়ল ড্রোন, তারপরই গ্রেফতার জাকির শেখ

Maldah: ডিজি জেলা ছাড়তেই পুলিশএর ঘোষণা? পুলিশ সূত্রের খবর, দুজনকে পুলিশ আটক করে, যাঁদের নাম পরিচয় পুলিশ সামনে আনতে চায়নি। জাকিরের বিরুদ্ধে আগে থেকেই এক গুচ্ছ অভিযোগ রয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতিকে আগেও হুমকি দিয়েছিলেন তিনি।

Maldah: ডিজি রাজীব কুমার গেলেন, উড়ল ড্রোন, তারপরই গ্রেফতার জাকির শেখ
জাকির শেখImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 17, 2025 | 9:17 PM
Share

মালদহ: জাকির সেখ গ্রেফতার। মালদহের কালিয়াচক থেকেই গ্রেফতার জাকির শেখ। গত মঙ্গলবার কালিয়াচকের নওদা যদুপুরের দাড়িয়াপুর মোমিনপাড়া এলাকায় নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী হাসা শেখকে। প্রকাশ্যে হামলা চলে তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ-সহ তাঁর ভাই তৃণমূল নেতা এসারুদ্দিনের ওপরও। তাঁরা দুজনেই এখনও চিকিৎসাধীন। একজনকে গ্রেফতার করলেও জাকির অধরাই ছিল। তৃণমূল ব্লক সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত এই জাকির সেখকে খুঁজতে স্নিফার ডগ কখনো ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশি চলে দূস্কৃতীদের ঘাঁটি বলে পরিচিত জালুয়াবাথান, মোজামপুর, যদুপুর,কাশিমনগর ইত্যাদি এলাকায় চিরুনি তল্লাশি চালায় পুলিশ। অবশেষে জাকির গ্রেফতার হয়। কিন্তু এখনো অধরা এখনো অনেকেই। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ মালদায় যান ডিজি রাজীব কুমার। তিনি মালদহে ছাড়তেই পুলিশ জানায় জাকির গ্রেফতার। তবে কী ডিজি ঢোকার আগেই পুলিশের জালে ছিল জাকির?

ডিজি জেলা ছাড়তেই পুলিশএর ঘোষণা? পুলিশ সূত্রের খবর, দুজনকে পুলিশ আটক করে, যাঁদের নাম পরিচয় পুলিশ সামনে আনতে চায়নি। জাকিরের বিরুদ্ধে আগে থেকেই এক গুচ্ছ অভিযোগ রয়েছে। তৃণমূল অঞ্চল সভাপতিকে আগেও হুমকি দিয়েছিলেন তিনি।  জাকির শেখ এক সময়ে কংগ্রেস করতেন। তারপর এলাকার ব্লক সভাপতি সরিউল শেখের নেতৃত্বে তৃণমূলে যোগ দেন। ধীরে ধীরে তাঁর এলাকায় পতিপত্তি বাড়তে থাকে। ক্ষমতায়ন নিয়েই ব্লক সভাপতি সরিউল শেখের সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখের বিবাদ ছিল। এদিকে, হাসা বকুলের হয়ে কাজ করতেন। গ্রামে যে কোনও নির্মাণে ক্ষমতায়ন নিয়ে দুপক্ষের বিবাদ দীর্ঘদিনের। যার চরম পরিণতি দেখা যায় মঙ্গলবার।