Khagen Murmu: ‘তৃণমূল কাউন্সিলর থেকে বিধায়ক অনেকেই যোগ দিতে পারেন বিজেপিতে’, বিস্ফোরক দাবি খগেন মুর্মুর

Khagen Murmu: বিজেপি সাংসদের আরও দাবি, ইতিমধ্যেই ওই তৃণমূল নেতারা বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে নাকি চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন।

Khagen Murmu: 'তৃণমূল কাউন্সিলর থেকে বিধায়ক অনেকেই যোগ দিতে পারেন বিজেপিতে', বিস্ফোরক দাবি খগেন মুর্মুর
খগেন মুর্মু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 1:39 PM

মালদা: মালদায় বিস্ফোরক দাবি বিজেপি (BJP) সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu)। জেলার এক তৃণমূল বিধায়ক (TMC MLA), একজন প্রাক্তন বিধায়ক ও চারজন কাউন্সিলর তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি (BJP) যোগদান করতে পারেন। এমনটাই দাবি করলেন বিধায়ক।

বিজেপি সাংসদের আরও দাবি, ইতিমধ্যেই ওই তৃণমূল নেতারা বিজেপির প্রথম সারির নেতাদের সঙ্গে নাকি চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন। বিজেপির কেন্দ্রীয় কমিটিতে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে চলেছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা।

বিজেপির দাবি, বিজেতে আসার জন্যে মালদা জেলায় একটা ঢল নামতে ইতিমধ্যেই শুরু করেছে। আবার নতুন করে যোগাযোগ করেছেন বহু তৃণমূল নেতা। তৃণমূল ছেড়ে বহু কর্মী সমর্থক এরমধ্যেই বিজেপির হয়ে কাজ শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্তে। তবে প্রথম সারির নেতা যাঁরা আসতে চাইছেন তাঁদের জন্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় কমিটি।

কী বললেন খগেন মুর্মু?

‘তৃণমূল এখন তোলামুল পার্টিতে পরিণত হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী এখন বিশ্ব বরেন্য নেতা। তাই ওনার প্রতি আগ্রহ তৈরি হয়েছে সকলের। এখন তৃণমূলে মানুষ আর থাকতে চায়। এমনকী এখন তৃণমূলের নির্বাচন প্রতিনিধিরা দল ছে়ড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য আগ্রহ দেখাচ্ছে।’ এরপর তিনি বলেন, ‘তৃণমূলের মধ্যেও গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। এখন যে অবস্থা দলের ডিসেম্বর মাস অবধিও সরকার টিকবে কি না সেই আশঙ্কায় নিজেদের দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চাইছে। তবে আমাদের পার্টির একটা মতাদর্শ রয়েছে। কাদের নেওয়া হবে দলে তা কেন্দ্রীয় কমিটি ঠিক করবে।’

যদিও এই বিষয়ে তৃণমূলের মালদা জেলা সভাপতি আবদুর রহিম বক্সীর অভিযোগ, ‘এই সব বলে বিজেপি বিভ্রান্ত করতে চাইছে। মালদায় তৃণমূল যথেষ্ঠ শক্তিশালী।’ যদিও,  তৃণমূলের অন্দরে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।