Malda: ফের পথে মহিলা থেকে পুরুষ, আবার রাত দখল
Malda: মঙ্গলবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত করেন মহিলা ও পুরুষরা। রাত দখল করে প্রতিবাদে নামেন তাঁরা। কসবার ল কলেজে যেভাবে এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠছে তা নিয়েই আন্দোলনে নামেন তাঁরা।

মালদহ: আরজি কর কাণ্ডের পর উত্তাল হয়েছিল গোটা রাজ্য। প্রতিবাদে পথে নেমেছিলেন হাজার হাজার মহিলা থেকে পুরুষ। রাতের দখল নিয়েছিলেন তাঁরা। সাধারণ মানুষ ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। সেই ঘটনার একটা বছর ঘুরতে না ঘুরতেই কসবাকাণ্ড। এবার তারই প্রতিবাদে ফের রাত দখল।
মঙ্গলবার মালদা শহরের পোস্ট অফিস মোড়ে জমায়েত করেন মহিলা ও পুরুষরা। রাত দখল করে প্রতিবাদে নামেন তাঁরা। কসবার ল কলেজে যেভাবে এক পড়ুয়াকে গণধর্ষণ করার অভিযোগ উঠছে তা নিয়েই আন্দোলনে নামেন তাঁরা।
শর্মিষ্ঠা নামে আন্দোলনকারী এক মহিলা বলেন, “ল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে আমরা এসেছি। আমরা চাই যাঁরা এই ঘটনা ঘটিয়েছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এদের মাথায় কার হাত আছে, তা বের করতে হবে। এই সরকারের উপর আমরা আর আস্থা রাখতে পারছি না। আরজি করের সময় দেখেছি, কত মানুষ পথে নেমেছিল। তারপরও দেখলাম বিশ বাঁও জলে দাঁড়িয়ে বিচার। এই ক্ষেত্রে যেন এমনটা না হয়। দোষী যাতে উপযুক্ত শাস্তি পায়। বিভিন্ন জায়গায় যাতে এই ঘটনা না ঘটে তা সরকারেরই দায়িত্ব দেখার।”

