TMC Leader: ‘মাদক কারবারে হাজার কোটিরও বেশি আয়’, এন্টালিতে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা
Malda: ইতিমধ্যেই এনারুলের জন্মদিনে সাবিনাকে কেক খাওয়ানোর ছবিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তা নিয়ে জোরদার চাপানউতোর চলছে। এনারুলের খোঁজে বেশ কিছুদিন ধরেই মালদহের বেশ কিছু এলাকায় লাগাতার তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে জোর দেওয়া হয় ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে।

মালদহ: কলকাতায় গ্রেফতার মালদহের মাদক চক্রের মাথা। অভিযুক্ত ওই তৃণমূল নেতা আবার আবার রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছ। এন্টালি থেকে গ্রেফতার করা হয়েছে এনারুল শেখকে। এই এনারুলই মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ বিরোধীদের। স্বভাবতই তাঁর গ্রেফতারি নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে নাগরিক মহলে। অভিযোগ, মণিপুর, অসম থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল। তারপরই ব্রাউন সুগার বানানো হতো কালিয়াচকে। পুলিশ সূত্রে খবর, মাদক কারবারে হাজার কোটি টাকারও বেশি কামিয়েছে এনারুল। দীর্ঘদিন থেকেই তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। এনারুলের সঙ্গে তাঁর কাকাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছেন মালদহের এসপি।
ইতিমধ্যেই এনারুলের জন্মদিনে সাবিনাকে কেক খাওয়ানোর ছবিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তা নিয়ে জোরদার চাপানউতোর চলছে। এনারুলের খোঁজে বেশ কিছুদিন ধরেই মালদহের বেশ কিছু এলাকায় লাগাতার তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে জোর দেওয়া হয় ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে। ওই তল্লাশিতেই বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জোরকদমে চলে জিজ্ঞাসাবাদ। সেই সূত্র ধরেই ক্রমশ এনারুলকে ধরতে জাল গোটাতে শুরু করে পুলিশ।
এদিকে বিতর্কের মধ্যে মুখ খুলেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও। কেক খাওয়ানোর কথা অস্বীকার না করলেও এনারুলের ব্যাকগ্রাউন্ড কী সেটা তিনি কী করে জানবেন, সেই পাল্টা প্রশ্ন করছেন তিনি। তাঁর সাফ কথা, কেউ যদি বড় কোনও দুর্নীতি, কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁর কী করার আছে। জনপ্রতিনিধি হিসাবে তাঁর অনেকের সঙ্গে যোগাযোগ থাকে। যদিও তারপরেও বিতর্ক থামছে না। চাপ বাড়াচ্ছে বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, “সাবিনা ইয়াসমিনের পেটের ভাত জোগায় মাদকচক্রের লোকেরা। সাবিনা ইয়াসমিন যে বস্ত্র পরেন সেটা এই এনারুলদের দেওয়া। তাই ওদের তো কেক খাওয়াবেই।”
