Sukanta Majumdar: ‘মাঝে মাঝে সুরের গন্ডগোল হয়ে যায়, আমরা অভ্যস্ত’, ‘অতি লড়াকু’ সৌমিত্র প্রসঙ্গে সুকান্ত

Bengal BJP: সুকান্ত মজুমদার বলেন, "এর আগে একসময় দিলীপ বাবু যখন সভাপতি ছিলেন, তখন দিলীপদা সম্পর্কে বলেছেন -  যা বলা হয়, সভাপতি ফিফটি পারসেন্ট বোঝেন না। শুভেন্দুদা সম্পর্কে বলেছেন। আমরা সেই জন্য জানি, মাঝে মধ্যে বলেন উনি। আমাদের খুব লড়াকু নেতা, মাঝে মাঝে লড়াকু হয়ে যান বেশি।"

Sukanta Majumdar: 'মাঝে মাঝে সুরের গন্ডগোল হয়ে যায়, আমরা অভ্যস্ত', 'অতি লড়াকু' সৌমিত্র প্রসঙ্গে সুকান্ত
সৌমিত্র খাঁ প্রসঙ্গে সুকান্ত
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2022 | 7:31 PM

মালদা: সম্প্রতি বিজেপি নেতা সৌমিত্র খাঁর (Saumitra Khan) বেশ কিছু পদক্ষেপ ঘিরে জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, “যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এটা আমি সর্বদা বলবই।” শুধু তাই নয়, কিছুদিন আগে রাজ্য বিজেপির যে নতুন কোর কমিটি গঠন করা হয়েছে, তারপরই রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই সব নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বললেন, “মাঝে মাঝে মানুষের সুর গন্ডগোল হয়ে যায়, আবার ঠিক হয়ে যাবে। উনি এর আগেও বলেছেন তো, তাই আমরা অভ্যস্ত এই বিষয়ে।”

এর সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন, “এর আগে একসময় দিলীপ বাবু যখন সভাপতি ছিলেন, তখন দিলীপদা সম্পর্কে বলেছেন –  যা বলা হয়, সভাপতি ফিফটি পারসেন্ট বোঝেন না। শুভেন্দুদা সম্পর্কে বলেছেন। আমরা সেই জন্য জানি, মাঝে মধ্যে বলেন উনি। আমাদের খুব লড়াকু নেতা, মাঝে মাঝে লড়াকু হয়ে যান বেশি।” এদিন মালদায় এক দলীয় কর্মসূচিতে এসেছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সৌমিত্র খাঁ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে এই কথা বলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তিনি আরও বলেন, সৌমিত্র খাঁ কেন এই ধরনের কাজ করছেন, তার জবাব তিনিই দিতে পারবেন।

উল্লেখ্য, সৌমিত্র খাঁর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরাও। তিনি আবার লিখেছিলেন, “কোর কমিটিতে ঢুকতে অসফল হইয়া সোমিত্র খাঁ তথা আরও বেশ কয়েকজন প্রমাণ করিলেন যে উনারা এখনও অবধি সংগঠন বাবুর সিন্ডিকেটের অংশ হইতে পারেন নাই! মোদ্দা কথা হল হারি হারবো নাহি লাজ, মিলেমিশে করিব না কাজ!” সেই নিয়েও বেশ জলঘোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সৌমিত্র খাঁ’র ‘বেশি লড়াকু’ হওয়া নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি।