Vande Bharat Sleeper Train: সিঁড়ি দিয়ে উঠতে হবে বার্থে, সুইচ টিপলেই হাজির হবেন অ্যাটেনডেন্ট, বন্দে ভারত স্লিপারের ফার্স্ট ক্লাসের সুবিধা কী কী জানেন?
Vande Bharat Sleeper Train: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ থেকে এই ট্রেনের উদ্বোধন করেন আজ। তাঁর কথায়, এই সেমি হাই স্পিড স্লিপার ট্রেন কালীঘাটকে জুড়েছে কামাখ্যার সঙ্গে। আর ট্রেনের যাত্রা শুরু হতেই প্রচুর উৎসুক মানুষের প্রশ্ন নতুন ট্রেনের কেমন হবে ফার্স্ট ক্লাস ক্যুপের চেহারা?

মালদহ: শুরু হয়ে গেল বন্দে ভারত স্লিপারের যাত্রা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১৭ জানুয়ারি ২০২৫) থেকে দৌড় শুরু হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদহ থেকে এই ট্রেনের উদ্বোধন করেন আজ। তাঁর কথায়, এই সেমি হাই স্পিড স্লিপার ট্রেন কালীঘাটকে জুড়েছে কামাখ্যার সঙ্গে। আর ট্রেনের যাত্রা শুরু হতেই প্রচুর উৎসুক মানুষের প্রশ্ন নতুন ট্রেনের কেমন হবে ফার্স্ট ক্লাস ক্যুপের চেহারা? এক নজরে জেনে নিন সবটা
প্রথম শ্রেণির ক্যুপের পরিষেবা কেমন?
প্রথম শ্রেণির ক্যুপে প্রচুর আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। জল রাখার ব্যবস্থা আছে। খাবার রাখার আলাদা ব্য়বস্থা আছেন। এখন অনেকের মনে হতে পারে এ তো সাধারণ এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও রয়েছে তাহলে এখানে নতুন কী? আসলে এই বন্দে ভারতে স্লিপারে জল রাখার জায়গা অনেকটাই চওড়া। আর তার তলায় রয়েছে আরও একটি অংশ যেখানে যে সুন্দরভাবে খাবার রাখা যাবে।

বিমান এবং দূরপাল্লার বাস গুলিতে যেমন রিডিং লাইট থাকে তেমনই রিডিং লাইট রয়েছে। অনায়াসে যে কেউ শুয়ে শুয়ে বই পড়তে পড়তে যেতে পারবেন। পাশেই রয়েছে চার্জার পয়েন্ট। ল্যাপটপের পৃথক ব্যবস্থা রয়েছে।

এছাড়া অ্যাটেনডেন্টকে ডাকার জন্য সুইচ রাখা হয়েছে। ওই সুইচ টিপেই অ্যাটেনডেন্টকে ডাকা যাবে।
এসির কন্ট্রোলের পৃথক ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ছোট সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে উপরের বার্থে ওঠা যাবে। ফলে খুব সহজেই উপরের বার্থে ওঠা যাবে। সিটের আকৃতিও অনেকটাই বড়।

