Malda: ৩০ বছর কাজ করার পর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে! কাজ বন্ধ করলেন শতাধিক কর্মী

Malda: এক সাফাইকর্মী বলেন, "আমরা এখন এইট পাশ সার্টিফিকেট কোথা থেকে পাব। তাই আমরা কাজ বন্ধ করে রেখেছি। অনেকে ২০-৩০ বছর ধরে কাজ করছে। নথি না দেখাতে পারলে, এখন কী খাবে তারা।"

Malda: ৩০ বছর কাজ করার পর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে হবে! কাজ বন্ধ করলেন শতাধিক কর্মী
মালদহ মেডিক্যাল কলেজে বিক্ষোভImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 5:23 PM

মালদহ: ৩০ বছর ধরে কাজ করছেন তাঁরা। হঠাৎ তাঁদের কাছে চাওয়া হল শিক্ষাগত যোগ্যতার নথি। এই নির্দেশিকা পাওয়ার পরই বিক্ষোভ শুরু মালদহ মেডিক্যাল কলেজে। বৃহস্পতিবার সকাল থেকে এই ইস্যুতে কাজ বন্ধ করে দিলেন সাফাইকর্মীরা। ওই মেডিক্যাল কলেজে প্রায় ১৭০ জন অস্থায়ী কর্মী সাফাইয়ের কাজ করেন। তাঁরা প্রত্যেকেই এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন নিয়ম হয়েছে, সেই অনুযায়ী এই নথি চাওয়া হয়েছে।

৮ মাসের প্রশিক্ষণের সার্টিফিকেট দিতে বলা হয়েছে সাফাইকর্মীদের। সাফাই কর্মীদের দাবি, তাঁরা এতদিন ধরে কাজ করে আসছেন, কোনওরকম সার্টিফিকেট না দিয়েই। এক সাফাইকর্মী বলেন, “আমরা এখন এইট পাশ সার্টিফিকেট কোথা থেকে পাব। তাই আমরা কাজ বন্ধ করে রেখেছি। অনেকে ২০-৩০ বছর ধরে কাজ করছে। নথি না দেখাতে পারলে, এখন কী খাবে তারা।” বহু মহিলাও সাফাইকর্মী হিসেবে কাজ করেন এই মেডিক্যাল কলেজে।

অন্যদিকে, যিনি কন্ট্রাক্টর রয়েছেন, তিনি জানাচ্ছেন এটি সরকার নতুন নিয়ম করেছে, তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে। তিনি এদিন সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিক্ষোভ ক্রমশ বাড়তেই থাকে।