ভিডিয়ো: ডাকাতির নয়া ফন্দি! পিপিই কিট পরে সোনা দোকানে লুঠপাট
পিপিই কিট পরে জলপাইগুড়ির সোনের দোকানে ডাকাতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সিসিটিভি ফুটেজ
জলপাইগুড়ি: করোনা সংক্রমণ এড়ানোর অন্যতম হাতিয়ার পিপিই কিট (PPE Kit)। সেই পিপিই কিট পরে নিরাপত্তারক্ষীকে বেধে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি চালালো একদল দুষ্কৃতী। সিসিটিভি থেকে পাওয়া সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়়াল নেট দুনিয়ায়।
জানা গিয়েছে, রবিবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি এশিয়ান হাইওয়ে-২ সংলগ্ন ফুলবাড়ি বাজারে একটি সোনার দোকানে নিরাপত্তারক্ষীকে বেধে দোকান লুঠ করে কয়েকজন দুষ্কৃতী। কেউ যাতে চিনতে না পারে তাই পাঁচ-সাতজনের এই ডাকাত দলে প্রত্যেকের পরনে ছিল পিপিই কিট। দোকানের সাটার ভেঙে ধারাল অস্ত্র নিয়ে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। শো-কেসে থাকা সোনা ও রুপার গয়না নেওয়ার পর সিন্দুকে থাকা সোনা লুঠের জন্য দড়জা ভাঙে তারা। তবে শেষে লকার ভাঙতে না পেরে বাদবাকি জিনিস নিয়েই চম্পট দেয় তারা।
পিপিই কিট পরে ডাকাতি। সিসিটিভি ফুটেজ TV9 Bangla-র হাতে।#CCTV । #TV9Bangla pic.twitter.com/lr8LV8zvhg
— TV9 Bangla (@Tv9_Bangla) February 8, 2021
দোকান মালিক রণদীপ মণ্ডলের কথায়, “রাতে বড়সড় ডাকাতদল হানা দেয় আমাদের দোকানে। আমাদের একজন নাইটগার্ডকে বেধে রাখে। তবে অপর নাইটগার্ড পালিয়ে গিয়ে পাশের এলাকার নিরাপত্তারক্ষীদের খবর দেয়। কিন্তু তারা কেউই আসতে চায়নি।’’ সব মিলিয়ে তাঁর দু’লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে জানান দোকান মালিক।
প্রসঙ্গত, এশিয়ান হাইওয়ে সংলগ্ন এই বাজারটিতে আগেও চুরি হয়েছে। তবে পিপিই কিট পরে এমন অভিনব ডাকাতির ঘটনা এই প্রথম। তারপর কয়েকদিনের মধ্যে ফের রবিবার রাতের ডাকাতির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যাবসায়ীরা। এই ডাকাতির ঘটনার তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। তাদের তদন্তে সাহায্য করছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসইপি পূর্ব সুরেন্দ্র কুমার।
আরও পড়ুন: জায়গা বদল, কাঁধে করে আস্ত একটা বাড়ি তুলে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা! দেখুন ভিডিয়ো
গত জানুয়ারি মাসে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল দিল্লির কালকাজির একটি সোনার দোকানে। পিপিই কিট পরে প্রায় ২০ কোটি টাকার সোনার গয়না চুরি করে এক দুষ্কৃতী। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই চুরির কিনারা করে পুলিশ। জানা যায়, ওই দোকানের কর্মীই অপমানের প্রতিশোধ নিতে রাতের অন্ধকারে পিপিই কিট পরে দোকান লুঠ করে।