জায়গা বদল, কাঁধে করে আস্ত একটা বাড়ি তুলে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা! দেখুন ভিডিয়ো
টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) অফিসার সুধা রমেন।
একতাই আসল শক্তি। এই প্রবাদ যে বাস্তব জীবন ভীষণ ভাবে প্রযোজ্য, তা বুঝিয়ে দিলেন নাগাল্যান্ডের কিছু বাসিন্দা। সম্প্রতি টুইটারে ছড়িয়ে পড়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, আস্ত একটা বাড়িকে কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছেন একদল লোক। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইএফএস (ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস) অফিসার সুধা রমেন। ভিডিয়ো শেয়ার করে সুধা লিখেছেন, একতাই আসল শক্তি।
জানা গিয়েছে, এই ভিডিয়ো নাগাল্যান্ডের কোনও প্রত্যন্ত গ্রামের। এক মিনিট ১৮ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামেরই একদল লোক ঘাড়ে করে উঠিয়ে নিয়ে যাচ্ছেন একটি বাড়ি। শোনা গিয়েছে, পাহাড়ি রুক্ষ পাথুরে রাস্তা দিয়ে পায়ে হেঁটে ওই কুঁড়েঘরটিকে তার পুরনো অবস্থান থেকে নতুন জায়গায় নিয়ে গিয়েছেন গ্রামবাসীরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘরটির চার কোণে জড়ো হয়েছেন গ্রামের বাসিন্দারা। তারপর একসঙ্গে চারটি কোণা ধরে তুলে বাড়িটিকে স্থানান্তর করা হয়েছে।
Yet another video where the Nagas show us that Unity is strength!
House shifting in progress at village in Nagalandpic.twitter.com/XUGhiEGNe7
— Sudha Ramen IFS ?? (@SudhaRamenIFS) February 5, 2021
কেন ওই বাড়িটির অবস্থান বদল করা হয়েছে, তা অবশ্য সঠিক ভাবে জানা যায়নি। তবে গ্রামের বাসিন্দারা সবাই মিলে হাত না লাগালে যে এই কাজ অসম্ভব ছিল সেকথা স্পষ্ট। আর সেটাই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন সুধা রমেন। এর মধ্যেই প্রায় ১০ হাজার মানুষ দেখেছেন এই ভিডিয়ো। অনেকেই কমেন্ট করেছেন ভিডিয়োর নীচের কমেন্ট বক্সে। রিটুইট এবং শেয়ারও হয়েছে এই ভিডিয়ো। কেউ বলছেন, “চাকা ছাড়াই এভাবে বাড়ির জায়গা বদল হচ্ছে। অভাবনীয়! সকলের সমান সহযোগিতা না থাকলে এমনটা সম্ভব ছিল না।” কেউবা বলছেন, “একত্রিত থাকাই যে শ্রেষ্ঠ শক্তির পরিচয় দেয়, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন নাগাল্যান্ডের এই গ্রামের বাসিন্দারা।”