AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Migrant Worker Harassed: আবার ওড়িশা, ফের হেনস্থা করার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের

Murshidabad: স্থানীয় সূত্রে খবর, আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন, ফরাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, রানিতলা থানার অন্তর্গত ভগবানগোলা ২ নম্বর ব্লকের নসিপুর গ্রামের একজন এবং ভগবানগোলার ১ নম্বর ব্লকের কাশিপুর এলাকার একজন রয়েছেন।

Bengal Migrant Worker Harassed: আবার ওড়িশা, ফের হেনস্থা করার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের
আহত পরিযায়ী শ্রমিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2025 | 5:35 PM
Share

ওড়িশা: ওড়িশার ভুবনেশ্বরে কাজে গিয়ে ফের দুষ্কৃতীদের হামলার শিকার হলেন মুর্শিদাবাদের আটজন পরিযায়ী শ্রমিক। গত ২৪শে আগস্ট ভগবানগোলা, লালগোলা ও ফরাক্কা থেকে জনশতাব্দী এক্সপ্রেসে ভুবনেশ্বর যান শ্রমিকরা। কাজের জায়গায় যোগ দেওয়ার পরদিনই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন, ফরাক্কার তিনজন, লালগোলা ব্লকের তিনজন, রানিতলা থানার অন্তর্গত ভগবানগোলা ২ নম্বর ব্লকের নসিপুর গ্রামের একজন এবং ভগবানগোলার ১ নম্বর ব্লকের কাশিপুর এলাকার একজন রয়েছেন। হামলার পর আহত অবস্থায় তাঁদের ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্তদের মধ্যে আবদুল আলিম নামে কাশিপুরের এক শ্রমিক বাড়ি ফিরে তিনিই পুরো ঘটনার বর্ণনা দেন। আবদুলের কথায়, তাঁকে বাদ দিয়ে বাকি সাতজন এখনও ভুবনেশ্বরের এমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে নসিপুর গ্রামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আবদুল জানান, তিনি ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আপাতত প্রাথমিক চিকিৎসার পর ভগবানগোলার কানা পুকুর হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক লালবাগ মহকুমা হাসপাতালে রেফার করেন। আজ সকাল সাড়ে ৯টার সময় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে।