মুর্শিদাবাদ: জঙ্গিযোগে গ্রেফতার হওয়া আব্বাসের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের। সামাজিক মাধ্যম বা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাষণ দিতেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে ‘মোটিভেশন’ করার জন্য বক্তৃতা দিতেন। পাশাপাশি বিশেষ কিছু বইও মানুষের মধ্যে বিলিয়ে দিতেন তিনি। এভাবে কোন বার্তা ছড়াচ্ছিলেন ওই ব্যক্তি! তা নিয়েই সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের।
প্রশ্ন উঠছে, আব্বাস কি তবে সাধারণ মানুষকে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করার চেষ্টা করতেন? এই জেলাতেই কি মডিউল বানানোর ছক কষছিলেন আব্বাস? ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে পেরেছেন, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যুক্ত ছিলেন আব্বাস ও মিনারুল। বুধবার রাতে তল্লাশি চালাতে গিয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁদের।
ধৃত মিনারুলের সঙ্গে আব্বাসের যোগাযোগ হয় ওই মাদ্রাসার শিক্ষার মধ্যে দিয়ে। মিনারুল তার ছেলেকে আব্বাসের মাদ্রাসায় ভর্তি করেছিলেন। তারপর থেকে যোগাযোগ হয় তাঁদের। আব্বাস হরিহরপাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তাঁর নিজস্ব লিঙ্ক তৈরি করেছিলেন বলে অনুমান গোয়েন্দাদের। লিঙ্কম্যান হিসেবে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা আব্বাসের কার্যকলাপ ভাবাচ্ছে গোয়েন্দাদের।
যে বইগুলি উদ্ধার হয়েছে সেগুলি জঙ্গির কার্যকলাপের সঙ্গে জড়িত। ফলে মাদ্রাসায় কী শিক্ষা দেওয়া হত? সেটাই এখন ভাবাচ্ছে গোয়েন্দাদের। এই আব্বাস আলি এর আগে নারী পাচার চক্রেও জড়িত ছিলেন। এই এলাকাতেই জাল সিমের একটি চক্র চলছিল বলেও অভিযোগ। এখানকার একটিভ সিম পাকিস্তানে ব্যবহৃত হত, এমন তথ্যও উঠে এসেছে। সেই জাল চক্রে এই এলাকা থেকেই একজনকে গ্রেফতার করেছিল এসটিএফ। ধৃত আব্বাস আলির বাড়ি থেকে দুটি মোবাইল ফোন, পেন ড্রাইভ ও ব্যাঙ্কের পাস বই উদ্ধার করা হয়েছে।