Adhir Chowdhury: ‘মানুষটা খুব ভদ্র, আমি চিনি, কিন্তু…’, মুখ্যসচিবকে নিয়ে কী বললেন অধীর?
Adhir Chowdhury: মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সে প্রসঙ্গে তাঁর কথা বলতে গিয়েই সাংবাদিক বৈঠকে অধীর বলেন, "মানুষটা খুবই ভদ্র, আমি চিনি। ভদ্র লোক, কাজের লোক, সৎ লোক।

মুর্শিদাবাদ: ভোটার তালিকায় কারচুপির অভিযোগে চার অফিসারকে সাসপেন্ড করতেই হবে, নির্দেশ মানতেই হবে রাজ্য সরকারকে। দিল্লিতে ডেকে স্পষ্ট করে মুখ্যসচিব মনোজ পন্থকে বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এবার মুখ্য়সচিবের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ করবেন মুখ্যসচিব। ২১ অগস্ট পর্যন্ত মুখ্যসচিবকে সময়ও বেঁধে দিয়েছে কমিশন। এই পরিস্থিতি মুখ্যসচিব ‘বলির পাঁঠা’ হচ্ছেন বলেই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।
উল্লেখ্য, মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সে প্রসঙ্গে তাঁর কথা বলতে গিয়েই সাংবাদিক বৈঠকে অধীর বলেন, “মানুষটা খুবই ভদ্র, আমি চিনি। ভদ্র লোক, কাজের লোক, সৎ লোক। কিন্তু মাঝে পড়ে আজ মুখ্যসচিব মনোজ পন্থের অবস্থা এরকম হচ্ছে। রাজ্য সরকার ভাল করেই জানে, নির্বাচন কমিশনের যে আচরণ, তাতে নির্দেশ মেনেই চলতে হবে।”
রাত পোহালেই ১৫ অগস্ট, ছুটির দিন। রাজ্য প্রশাসন সূত্রের দাবি, চলতি সপ্তাহে কেবল বৃহস্পতিবার গোটা দিনটাই রয়েছে, কমিশনের নির্দেশ নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা করার জন্য। এর পর শুক্রবার ছুটির দিন। শনিবারও বিষয়টি নিয়ে খুব বেশি কিছু হওয়ার সম্ভাবনা নেই। যা হওয়ার পরের সপ্তাহে হবে বলে জানিয়েছে নবান্নের সূত্র।

