AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে! পুলিশকে ধাক্কা, লাঠি কেড়ে নেওয়ার অভিযোগ

Murshidabad: সকাল থেকেই কংগ্রেস কর্মীদের পাশাপাশি ভিড় বাড়তে থাকে তৃণমূল কর্মীদেরও। কংগ্রেসের দাবি, হেরে যাওয়ার ভয়েই এসব করছে তৃণমূল। শুরুতে দু’পক্ষের মধ্যে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

Murshidabad: সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদে! পুলিশকে ধাক্কা, লাঠি কেড়ে নেওয়ার অভিযোগ
ব্যাপক উত্তেজনা এলাকায়Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2025 | 3:52 PM
Share

দৌলতাবাদ: সমবায় সমিতির নির্বাচন ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের দৌলতাবাদে। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা এলাকায়। মাটিতে ফেলে একে অপরকে লাথি, ক্যাম্প অফিস ভাঙচুর, সবই চলল। সংঘর্ষ থামাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। কিন্তু, পুলিশের হাত থেকেও লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মীকে ধাক্কাও দেওয়া হয়। লাঠি নিয়ে পুলিশকে তাড়াও করা হয়। মুহূর্তেই একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়েছে। 

তৃণমূলকে একহাত নিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদের কংগ্রেস নেতা জয়ন্ত দাস বলছেন, “তৃণমূল সব সময় ক্ষমতাকে হস্তগত করতে চায়। এই তত্ত্বের উপর ভিত্তি করে ওরা চলছে। কিন্তু এটার অবসান হবে। মানুষ কড়ায় গন্ডায় সবটা বুঝে নেবে। যারা এগুলো করছে তারা তখন জামা পাল্টালেও হিসাব লেখা থাকবেই।” 

সকাল থেকেই কংগ্রেস কর্মীদের পাশাপাশি ভিড় বাড়তে থাকে তৃণমূল কর্মীদেরও। কংগ্রেসের দাবি, হেরে যাওয়ার ভয়েই এসব করছে তৃণমূল। শুরুতে দু’পক্ষের মধ্যে বচসা, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৪ জন তৃণমূল কর্মী আছেন বলে খবর। এদের বিরুদ্ধে পুলিশের লাঠি কাড়ার অভিযোগ উঠেছে। তৃণমূলকে নিশানা করে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, “পশ্চিমবঙ্গে স্থানীয় নির্বাচন তৃণমূলের আমলে কখনও সন্ত্রাসমুক্ত হয়েছে বলে আমার জানা নেই। স্থানীয় দুষ্কৃতী, পুলিশের মদতে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয় তা ভোটারদের মধ্যে ভয় বাড়িয়ে দেয়। পুরোটাই দখলের রাজনীতি।”