Akhtar Ali: আমায় সুদীপ্ত রায় পাকিস্তানি বলেছিল: আক্তার আলি
Akhtar Ali:এ দিন আক্তার আলি দাবি করেন, স্বাস্থ্য ভবন থেকে তাঁকে কোনও রকম সহায্য করা হচ্ছে। তাঁর ফাইল আটকে রাখা হয়েছে। তিনি চাইছিলেন যাতে তাঁর পোস্টিং কলকাতায় করা হয়। কারণ তাতে হাইকোর্টে মামলা লড়তে সুবিধা হবে। তবে তা করা হয়নি।
মুর্শিদাবাদ: বিস্ফোরক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তথা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার আক্তার আলি। তাঁর দাবি, তিনি যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই সময় তাঁকে পাকিস্তানি বলেও তকমা লাগিয়ে দেওয়া হয়।
এ দিন আক্তার আলি দাবি করেন, স্বাস্থ্য ভবন থেকে তাঁকে কোনও রকম সহায্য করা হচ্ছে। তাঁর ফাইল আটকে রাখা হয়েছে। তিনি চাইছিলেন যাতে তাঁর পোস্টিং কলকাতায় করা হয়। কারণ তাতে হাইকোর্টে মামলা লড়তে সুবিধা হবে। তবে তা করা হয়নি।
আক্তার বলেন, “আমার অপরাধ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলাম। এই সুদীপ্ত রায় আমায় পাকিস্তানি বলেছিল। আমায় গালিগালাজ করেছিল। আমি সেই সময় প্রতিবাদ করেছিলাম। তবে কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি।” যদিও টিভি ৯ বাংলা এ বিষয়ে সুদীপ্ত রায়কে ফোন করলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু এই বিষয় নয়, এ দিনও আরও বিস্ফোরক দাবি করেন আক্তার। তাঁর অভিযোগ এখনও পর্যন্ত মেডিক্যাল কলেজগুলিতে কমেনি নারী নির্যাতন। তিনি বলেন,”কাজের জায়গায় মহিলাদের টার্গেট করা হচ্ছে।” তাঁর অভিযোগ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। কিন্তু বিষয়টি কেউ জানে না। কর্তৃপক্ষ সরব হয়নি। তাই প্রকাশ্যে আসছে না।”