Murshidabad: নার্সকে মারধরের অভিযোগ, গ্রেফতারের দাবিতে সরব সংগঠন

Murshidabad: শুধু তাই নয়, প্রধানের শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিককে স্মারকলিপি প্রদান নার্সেস ইউনিটের। মঙ্গলবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়।

Murshidabad: নার্সকে মারধরের অভিযোগ, গ্রেফতারের দাবিতে সরব সংগঠন
ডেপুটেশন সংগঠনেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 16, 2024 | 7:43 PM

বহরমপুর: মুর্শিদাবাদের নার্সকে মারধরের ঘটনায় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। তবে এখনো এফআইআর কপি দেওয়া হয়নি অভিযোগ নার্স ইউনিটের। সেক্রেটারি বিভা মাইতির দাবি,যাঁদের শিরদাঁড়া এখনও সোজা আছে তাঁরা লড়াই করবে।”

শুধু তাই নয়, প্রধানের শাস্তির দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিককে স্মারকলিপি প্রদান নার্সেস ইউনিটের। মঙ্গলবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য আধিকারিকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। অবিলম্বে প্রধানের গ্রেফতারের দাবি করা হয়। পাশাপাশি আক্রান্ত নার্সের অন্যত্র বদলি করে নিরাপত্তা দেওয়া হোক সেই দাবি তোলেন।

উল্লেখ্য, দিন দুয়েক মুর্শিদাবাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক কর্তব্যরত নার্সকে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় সালার গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। সেই ঘটনায় এখনো দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। এরপর থেকে ওই নার্স আশঙ্কায় দিন কাটাচ্ছে বলে দাবি নার্স সংগঠনের। দ্রুত অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তারা।