AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, গ্রেফতার সহ শিক্ষক

Murshidabad: এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাসের বক্তব্য, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিক শিক্ষকের এই ঝামেলা দীর্ঘদিনের। এই নিয়ে ম্যারাথন মিটিং করেছেন তিনি। কিন্তু ঝামেলা মেটেনি। এরপর সেই বচসা আরও বাড়ে শুক্রবার। অ্যাকাডেমিক কাউন্সিলের তৈরি রুটিং কয়েকজন মাস্টারমশাইয়ের পছন্দ হয়নি।

Murshidabad: প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, গ্রেফতার সহ শিক্ষক
আহত হেডমাস্টারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 5:51 PM
Share

মুর্শিদাবাদ: শনিবার স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা হাইস্কুলে। আলোচনার নাম করে ডেকে এনে প্রধান শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ। এই ঘটনার পর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। ঘটনায় গ্রেফতার এক সহ শিক্ষক। জানা যাচ্ছে, ধৃত ওই শিক্ষকের নাম সুজন স্বর্ণকার। রবিবার সকালে তাঁকে তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে।

উল্লেখ্য, মুর্শিদাবাদের ফরাক্কার নিউ ফরাক্কা স্কুলের অ্যাকাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলছিল। সেই সময়ে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে কয়েকজন সহকারি শিক্ষকের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রধান শিক্ষকের পা ভেঙে যায়। পাশাপাশি চোখ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রধান শিক্ষক মণিরুল ইসলাম।

এই ঘটনায় স্কুল পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাসের বক্তব্য, স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিক শিক্ষকের এই ঝামেলা দীর্ঘদিনের। এই নিয়ে ম্যারাথন মিটিং করেছেন তিনি। কিন্তু ঝামেলা মেটেনি। এরপর সেই বচসা আরও বাড়ে শুক্রবার। অ্যাকাডেমিক কাউন্সিলের তৈরি রুটিং কয়েকজন মাস্টারমশাইয়ের পছন্দ হয়নি। নিয়ম বলছে, নতুন রুটিন তৈরি হলে তা হেডমাস্টারকে দিয়ে সই করাতে হয়। কিন্তু নতুন অ্যাকাডেমিক কাউন্সিল হেডের বক্তব্য হল এর আগে এই সব সই করাতে হয়নি। হেডমাস্টার বলছে যা ভাল বোঝেন করেন। সেই মতো তাঁরা রুটিন পাবলিশ করেন। কিন্তু হেডমাস্টারের বক্তব্য, নতুন রুটিন বাতিল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে জানান।