BGB-BSF: অবশেষে নিজেদের আসল রূপ দেখিয়ে দিল BGB, ভারত সীমান্তে যাতা ‘অসভ্যতা’ করল শুরু
BGB-BSF: ঘটনাটি জানার পরপরই জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ ক্যাম্পে পৌঁছান চোয়াপাড়া পঞ্চায়েতে প্রধান প্রতিনিধি রাকিবুল ইসলাম রকি। তিনি দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএফের দ্বারস্থ হন।

মুর্শিদাবাদ: রোজের মতোই কৃষিকাজ করতে সীমান্তে গিয়েছিলেন ভারতের কৃষকরা। কিন্তু আজকের দিনটা বোধহয় আলাদা ছিল। বিপদ নেমে এল। মাঠে কৃষিকাজের সময় দুই কৃষককে তুলে নিয়ে গেল বিজিবি। জানা যাচ্ছে, দুই কৃষককে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। যেখানে ভারত বারবার শান্তি রক্ষার বার্তা দিচ্ছে, সেখানে বাংলাদেশ কেন ক্রমাগত এই অসভ্যতা করছে তার সঠিক কোনও উত্তর নেই।
এই দুই কৃষকের নাম আবু সাইদ ও কানু হালদার। তাঁরা দু’জনেই জলঙ্গী থানার বাসিন্দা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে নিজেদের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু সীমান্ত লাগোয়া ওই জমিতে কাজ করার সময় বিজিবি তাদের আটক করে। তারপর তাদের চিলমারী ক্যাম্পে নিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি জানার পরপরই জলঙ্গীর ১৪৬ নম্বর বিএসএফ ক্যাম্পে পৌঁছান চোয়াপাড়া পঞ্চায়েতে প্রধান প্রতিনিধি রাকিবুল ইসলাম রকি। তিনি দুই কৃষকের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিএসএফের দ্বারস্থ হন। বিএসএফও দ্রুত পদক্ষেপ করে। বিজিবির সঙ্গে যোগাযোগ করে।
বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে দুই ভারতীয় কৃষককে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না,তারা কবে মুক্তি পাবেন। এই অনিশ্চয়তার মধ্যে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে আটক হওয়া কৃষকদের পরিবার। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিএসএফ। তবে কেন এই ধরনের ঘটনা ঘটল এবং কৃষকদের আটক করার সঠিক কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন, “জিরো পয়েন্টের কাছে গিয়েছিল তাঁরা। জল দেওয়ার কাজ করছিল। সেই সময় ভারতের দুজন কৃষককে টেনে হিঁচড়ে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়। তারপর এক কৃষকের পরিবার আমাদের দ্বারস্থ হন। আমরা বিএসএফ-কে জানাই।”

