CM Mamata Banerjee: ১০ লক্ষ টাকার পাশাপাশি সরকারি চাকরি, কাশ্মীরে নিহত বাংলার বীর জওয়ানের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা
CM Mamata Banerjee: কিছুদিন আগেই ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের দিকে দিকে জ্বলেছে হিংসার আগুন। সামশেরগঞ্জ থেকে জলঙ্গি, হিংসার ছবি দেখা গিয়েছে দিকে দিকে। ঝরেছে রক্ত। গিয়েছে প্রাণ। ঘটনা নিয়ে রাজনীতিও কম হয়নি।

সুতি: কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুতে বদলার রব গোটা দেশেই। ঘটনার পরপরই উপত্য়কায় জঙ্গি নিকেশ অভিযানে প্রাণ গিয়েছে বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের। এবার সেই ঝন্টুর স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হল হোমগার্ডের চাকরি। সঙ্গে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে। এদিন সুতির প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন মমতা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের দিকে দিকে জ্বলেছে হিংসার আগুন। সামশেরগঞ্জ থেকে জলঙ্গি, হিংসার ছবি দেখা গিয়েছে দিকে দিকে। ঝরেছে রক্ত। গিয়েছে প্রাণ। ঘটনা নিয়ে রাজনীতিও কম হয়নি। ঘটনার পর এই প্রথম মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেখানে গিয়ে তিনি কী বলেন সেদিকে নজর ছিল গোটা রাজ্যের। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত বারবার মমতার মুখে শোনা যায় সম্প্রীতির বার্তা। এরইমধ্যে কাশ্মীরে নিহত বাংলার বীর জওয়ান ঝন্টুর পরিবারের জন্য করে দেন বড় ঘোষণা। ঝন্টুর স্ত্রী শাহানাজ বিবিকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি হোমগার্ডের চাকরিও দেন।
প্রসঙ্গত, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় মাথায় ও দুই কাঁধে গুলি লাগে ঝন্টুর। অন্যান্য জওয়ানরাই তাঁকে দ্রুত উদ্ধার করে চপারে করে পাশের সেনা হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। আর বাঁচানো যায়নি ঝন্টুকে। তাঁর দাদাও রয়েছেন সেনাতেই। ভাইয়ের মৃত্যুর পরে চোখ জল এলেও অনড় থেকেছেন নিজের কর্তব্যে। বারবার বলেছেন নিজের দেশ রক্ষার কথা। এমতাবস্থায়, ঝন্টুর পরিবারকে আর্থিক সাহায্য়ের পাশাপাশি স্ত্রীকে চাকরি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
