Adhir Ranjan Chowdhury: তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত শিশুর বাড়িতে অধীর, প্রশ্ন তুললেন বাংলার রাস্তার ‘স্বাস্থ্য’ নিয়ে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 18, 2022 | 10:22 PM

Adhir Ranjan Chowdhury: ১৬ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের নওদা থানার পিঁপড়াখালি এলাকা দিয়ে বহরমপুর যাচ্ছিলেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। তাঁর গাড়িতেই ধাক্কা লাগে হাসিম সরকার নামে ৪ বছরের এক শিশুর।

Adhir Ranjan Chowdhury: তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় মৃত শিশুর বাড়িতে অধীর, প্রশ্ন তুললেন বাংলার রাস্তার ‘স্বাস্থ্য’ নিয়ে

Follow Us

নওদা: কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ির ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তর চাপানউতর শুরু হয়েছিল মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। শুক্রবার বিকালে নওদায় গঙ্গাধারি গ্ৰামে মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Pradesh Congress President Adhir Ranjan Chowdhury)। মৃতের পরিবারের প্রতি সমবেদনও জানান। একইসঙ্গে বাংলার পাশাপাশি গোটা দেশেই যে ভাবে সড়ক দুর্ঘটনার (Road Accident) সংখ্যা বাড়ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের বেহাল রাস্তাগুলির হাল ফেরাতেও জোরালো সওয়াল করতে দেখা যায় তাঁকে। 

এদিন মৃত শিশুর বাড়িতে দাঁড়িয়ে ঘটনা প্রসঙ্গে শোক প্রকাশ করে অধীর বলেন, “হৃদয় বিদারক ঘটনা। বলার কিছু নেই। রাস্তাঘাটের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। দেখা দরকার এগুলো। গোটা ভারতেই দুর্ঘটনার সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে।” একইসঙ্গে অধীরের সতর্কবাণী, “আমাদের রাস্তায় চলাফেরা করার সময় আরও সতর্ক হওয়া দরকার। যেই হোক না কেন, রাস্তায় চলতে গেলে সতর্ক হয়ে চলা উচিত। পাশাপাশি পশ্চিমবঙ্গে আরও চওড়া হওয়া দরকার। ট্রাফিক নিয়ন্ত্রণেরও প্রয়োজনও রয়েছে।”

১৬ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের (Murshidabad) নওদা থানার পিঁপড়াখালি এলাকা দিয়ে বহরমপুর যাচ্ছিলেন মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল সাংসদ আবু তাহের খান (Abu Taher Khan)। তাঁর গাড়িতেই ধাক্কা লাগে হাসিম সরকার নামে ৪ বছরের এক শিশুর। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেশ কিছুক্ষণ যমে-মানুষে টানাটানি চলে। শেষ লড়াইয়ে ইতি টেনে মৃত্যুর কোলে ঢোলে পড়তে দেখা যায় শিশুটিকে। ঘটনার পর শিশুটির মায়ের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় তৃণমূল সাংসদ আবু তাহের খানকে। তিনি বলেন, “ওর মা সঙ্গে ছিল না। কিন্তু, বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিল। রাস্তার মধ্যে ছোটাছুটি করছিল, এপার-ওপার করতে গিয়ে এ ঘটনা ঘটে গিয়েছে। ঘটনার পরই তৎক্ষণাৎ বাচ্চাটিকে কোলে করে তুলে হাসপাতালে নিয়ে আসি।”

Next Article