Suicide: আগের বছর ফেল, এবার মাধ্যমিকে বসার আগেই আত্মঘাতী পড়ুয়া
Suicide: জানা গিয়েছে, গতবারও মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল এই কিশোর। তবে উত্তীর্ণ হতে পারিনি। তবে ফের এবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। পরিবারের দাবি, একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। তার আগেই বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগায় ওই কিশোর।

মুর্শিদাবাদ: মাধ্যমিক পরীক্ষার আগে বড় কাণ্ড। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা ব্লকের ডাকবাংলা এলাকার এই ঘটনায় শোকের ছায়া। মৃতের নাম মিনাল পান। বয়স ১৭। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা বলে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, গতবারও মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল এই কিশোর। তবে উত্তীর্ণ হতে পারিনি। তবে ফের এবারে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। পরিবারের দাবি, একদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। তার আগেই বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগায় ওই কিশোর। তারপর মায়ের পরনের কাপড়কে ফাঁস লাগিয়ে নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে টাঙিয়ে আত্মঘাতী হয়।
নিমা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল মিনাল। পরিবারের দাবি একবার পরীক্ষার জন্য তৈরি না হতে পেরে মান সম্মানের মুখে পড়েছিল ওই কিশোর। সেই কারণে মানসিক অবসাদ হয়ত সামলাতে পারেনি। সেই জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে । ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ।





