Berhampore: ভোটগ্রহণ কেন্দ্র? নাকি ছোটখাটো মেলা বসেছে? ধরতে পারবেন না… রথ দেখা, কলা বেচা দুই-ই চলছে

Election Commission: হাজারদুয়ারির আদলে বাইরের অস্থায়ী ফটক। সেখান দিয়ে ভিতরের দিকে একটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের স্টল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জামের পসরা। নাহ, এটি কোনও মেলা নয়। এটি একটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র।

Berhampore: ভোটগ্রহণ কেন্দ্র? নাকি ছোটখাটো মেলা বসেছে? ধরতে পারবেন না... রথ দেখা, কলা বেচা দুই-ই চলছে
বহরমপুরে মডেল ভোটগ্রহণ কেন্দ্রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 13, 2024 | 4:28 PM

মুর্শিদাবাদ: ভোটগ্রহণ কেন্দ্র নাকি কোনও ছোটখাটো মেলা বসেছে! একনজরে দেখলে বুঝে ওঠা দায়। হাজারদুয়ারির আদলে বাইরের অস্থায়ী ফটক। সেখান দিয়ে ভিতরের দিকে একটু এগিয়ে গেলেই বিভিন্ন ধরনের স্টল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জামের পসরা। নাহ, এটি কোনও মেলা নয়। এটি একটি মডেল ভোটগ্রহণ কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্রের এই ভোটগ্রহণ কেন্দ্রটি মহিলা পরিচালিত। এবার সেখানে থিম বানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাজারদুয়ারির আদলে।

বহরমপুরের কাশীশ্বরী উচ্চ বিদ্যালয়ের ১১১, ১১২, ১১৩ ও ১১৪ নম্বর বুথ রয়েছে এই মডেল ভোটগ্রহণ কেন্দ্রে। জেলার ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে সাজুয্য রেখে সাজিয়ে তোলা হয়েছে এই ভোটগ্রহণ কেন্দ্রকে। ভিতরে হস্তশিল্পের বেশ কয়েকটি স্টল বসেছে। পাশাপাশি খাদি শিল্পের সম্ভারও রয়েছে এখানে। ভোটাররা এখানে ভোট দিতে এসে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পাশাপাশি স্টলগুলি থেকে নিজেদের পছন্দমতো জিনিস কেনারও সুযোগ পাচ্ছেন।

যাঁরা ভোট দিতে আসছেন, তাঁরা তো একেবারে চমকে গিয়েছেন এই সুন্দরভাবে সাজানো ভোটগ্রহণ কেন্দ্র দেখে। ভিতরে রয়েছে শিশু বান্ধব কর্নার। প্রবীণ ভোটার ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে এই মডেল ভোটগ্রহণ কেন্দ্রে। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসা ভোটারদের জন্য রয়েছে বিশেষ সেলফি জোনও। এক প্রবীণ ভোটার জানাচ্ছেন, ‘আমার বয়স আশি পেরিয়ে গিয়েছে। কিন্তু এত সুন্দর ব্যবস্থা আগে দেখেনি। দেখে সত্যিই খুব গর্ব হল। ভোট দিতে এসে সত্যিই খুব আনন্দ হচ্ছে।’