Madhyamik Pariksha 2025: মাধ্যমিক পরীক্ষা দিতে বসে হঠাৎ উঠল প্রসব যন্ত্রণা, তারপর…
Madhyamik Pariksha: ওই পরীক্ষার্থীর সেন্টার পড়েছিল কান্দিরাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে। এ দিন ছিল বাংলা পরীক্ষা। সেই সময় আচমকাই ওঠে প্রসব যন্ত্রণা। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।

মুর্শিদাবাদ: শুরু হয়েছে মাধ্যমিক। সেই মতো পরীক্ষা দিতে এসেছিল প্রসূতি মেয়েটি। সময় মতো পৌঁছেছিল পরীক্ষার হলে। কিন্তু তখনই বিপত্তি। উঠল প্রসব যন্ত্রণা। তারপর….। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দির বাঘডাঙা রামেন্দ্র সুন্দর বিদ্যাপীঠ এলাকায়।
ওই পরীক্ষার্থীর সেন্টার পড়েছিল কান্দিরাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ে। এ দিন ছিল বাংলা পরীক্ষা। সেই সময় আচমকাই ওঠে প্রসব যন্ত্রণা। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই কান্দি থানার পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। কান্দি মহকুমা হাসপাতালে বসেই মাধ্যমিকের বাংলা পরীক্ষা দেবে ওই ছাত্রী বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, এ দিন আবার বিভিন্ন জায়গা থেকে পড়ুয়াদের একাংশের টুকলির খবর সামনে চলে আসে। জলপাইগুড়ির রাজগঞ্জের একটি স্কুলে টুকলির ঘটনা প্রকাশ্যে আসে। জানা যাচ্ছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা কাটতে না কাটতেই পরীক্ষার্থীদের কেউ কেউ বাইরে বেরিয়ে আসছেন। কেউ বলছে, জল পিপাসা পেয়েছে। কেউ আবার বাথরুম যাওয়ার অছিলায় বেরিয়ে আসছে। তারপর স্কুলের পিছন দিকে এসে ছোট ছোট চিরকুটে উত্তর লিখে মোজায় ঢুকিয়ে তা নিয়ে ঢুকে যাচ্ছে পরীক্ষার হলে। কেউ আবার পকেট থেকে চিরকুট বের করে মিলিয়ে নিচ্ছে।

