Murshidabad: বৌদি ছিলেন তৃণমূল নেত্রী, ‘জঙ্গি’ শাদ রাডির নাম নওদার ভোটার লিস্টে উঠল কীভাবে

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 24, 2024 | 9:55 AM

Murshidabad: প্রশ্ন উঠছে, তৃণমূলের সহযোগিতাতেই কি নওদা এলাকায় ভোটার কার্ড বানিয়েছিলেন শাদ রাডি ওরফে মহম্মদ শাব শেখ?

Murshidabad: বৌদি ছিলেন তৃণমূল নেত্রী, জঙ্গি শাদ রাডির নাম নওদার ভোটার লিস্টে উঠল কীভাবে
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: বাংলার এই জেলা যেন জঙ্গি টিমের ঘাঁটি। আব্বাস আর মণিরুল গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। তারই মধ্য়ে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে শাদ রাডিকে, যাঁর ভোটার কার্ড রয়েছে মুর্শিদাবাদে। এদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম-এর যোগ আছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এবার সেই জঙ্গি সন্দেহভাজনের সঙ্গে মিলল তৃণমূল যোগ।

মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে শাদ রাডির। আর তাঁর নিকট আত্মীয় ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য। প্রশ্ন উঠছে, তৃণমূলের সহযোগিতাতেই কি নওদা এলাকায় ভোটার কার্ড বানিয়েছিলেন শাদ রাডি ওরফে মহম্মদ শাব শেখ?

নওদার দুর্লভপুর এলাকায় রয়েছে শাদের পিসির বাড়ি। তাঁর পিসির পুত্রবধূর নাম রাকিবা খাতুন। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নওদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন তিনি। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই ভোটার কার্ডে নাম তোলা হয়েছে? প্রশ্ন উঠছে। তৃণমূলের যোগ সাজশ নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও।

এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ বলেন, ‘কীভাবে নাম উঠেছে জানা নেই। আমরা জানতে পারলে আগে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করতাম।’ এলাকার বাসিন্দারা জানান, পিসির বাড়িতে মাঝে মধ্যে যেতেন শাদ। আবার ফিরে যেতেন। তবে ভোটার তালিকায় থাকা নামের কথা তাঁরা জানতেন না। আপাতত রাকিবা খাতুন বাড়িতে নেই, ফলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি বর্তমানে তৃণমূলের সদস্য নন বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে দাবি করছে বিজেপি। বিজেপি নেতা বলেন, ‘সব দলের নেতাদের নিয়ে তদন্ত হওয়া উচিত। কারা আশ্রয় দিচ্ছে, তা খুঁজে বের করা উচিত।’

Next Article