Panchayat Elections 2023: জাহাঙ্গীর তৃণমূল ছাড়তেই ভোলবদলে পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের
Panchayat Elections 2023: বুধবার সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন মহম্মদ জাহাঙ্গীর শেখ। কিন্তু তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় জাহাঙ্গীরের বদলে অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে। তা নিয়েই কার্যত তীব্র ক্ষোভ উগরে দেন এই তৃণমূল নেতা।
![Panchayat Elections 2023: জাহাঙ্গীর তৃণমূল ছাড়তেই ভোলবদলে পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের Panchayat Elections 2023: জাহাঙ্গীর তৃণমূল ছাড়তেই ভোলবদলে পার্টি অফিস হয়ে গেল কংগ্রেসের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/06/Murshidabad-73.jpg?w=1280)
মুর্শিদাবাদ: যা একদিন আগে পর্যন্ত ছিল তৃণমূলের কার্যালয়, তা রাতারাতি পরিণত হল কংগ্রেস কার্যালয়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কোহেতপুর গ্রামে। টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের যুব নেতা মহম্মদ জাহাঙ্গীর শেখ। আর তারপরই বদলে গেল কার্যালয়ও। খুলে ফেলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স। মুছে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে মুর্শিদাবাদের প্রতাপগঞ্জ এলাকায়।
বুধবার সকাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতাপগঞ্জ অঞ্চলের যুব সভাপতির দায়িত্বে ছিলেন মহম্মদ জাহাঙ্গীর শেখ। কিন্তু তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় জাহাঙ্গীরের বদলে অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে। তা নিয়েই কার্যত তীব্র ক্ষোভ উগরে দেন এই তৃণমূল নেতা।
তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করার পরই কংগ্রেসে যোগদান করেন প্রতাপগঞ্জ অঞ্চলের প্রাক্তন এই যুব সভাপতি। বৃহস্পতিবার সকালেই কার্যত কোহেতপুর গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পতাকা সহ যাবতীয় ফ্লেক্স বের করে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুনও। মুছে দেওয়া হয় দেওয়াল লিখন। তৃণমূলের যাবতীয় পতাকা সরিয়ে কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার কংগ্রেসের হয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করার কথা ঘোষণা করেছেন জাহাঙ্গীর। এই বিষয়ে জাহাঙ্গীর শেখ বলেন, “আমায় বলা হয়েছিল টিকিট দেবে। হঠাৎ দেখি নাম নেই। অন্য লোকের নাম। এরপরই গোটা গ্রামের লোক রেগে গিয়ে বলল কংগ্রেসে যোগদান করতে।”
![নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Telangana-famous-Yamraj-temple-people-goes-to-seek-blessings.jpg?w=670&ar=16:9)
![বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-Tips-for-place-the-statue-of-Gautam-Buddha-in-this-direction-of-house-money-will-increase.jpg?w=670&ar=16:9)
![৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের ৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Scientists-discover-new-blood-group-system-MAL-ending-50-year-old-mystery.jpg?w=670&ar=16:9)
![হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি... হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Baba-Vangas-prediction-on-earthquake-become-true-what-waiting-in-future-in-2025.jpg?w=670&ar=16:9)
![রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Perfume.jpg?w=670&ar=16:9)
![পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন? পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tiger.jpg?w=670&ar=16:9)