Samserganj: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাই করতে পারলেন না হিংসা কবলিতদের একাংশ, পুলিশের সামনে উগরে দিলেন ক্ষোভ
Samserganj: আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার অভিযোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান হিংসা কবলিতদের একাংশ। তাঁদের বক্তব্য, তাঁরা ক্ষতিগ্রস্ত,মমতার সঙ্গে দেখা করানোর নাম করে তাঁদের নিয়ে গিয়েও, মুখ্যমন্ত্রীর সামনে পর্যন্ত তাঁদের পৌঁছতে দেওয়া হয়নি।

সামসেরগঞ্জ: হিংসা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামসেরগঞ্জে হিংসা আক্রান্তদের সঙ্গে কথা বলেছেন মমতা। বিডিও অফিসে আক্রান্তদের ত্রাণও বণ্টন করা হয়। এলাকায় শান্তি ফেরাতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পারার অভিযোগে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখান হিংসা কবলিতদের একাংশ। তাঁদের বক্তব্য, তাঁরা ক্ষতিগ্রস্ত,মমতার সঙ্গে দেখা করানোর নাম করে তাঁদের নিয়ে গিয়েও, মুখ্যমন্ত্রীর সামনে পর্যন্ত তাঁদের পৌঁছতে দেওয়া হয়নি। পুলিশের সামনেই সে ক্ষোভ উগরে দিয়েছেন আক্রান্তদের একাংশ।
মুর্শিদাবাদের গত ১২ তারিখের হিংসায় আক্রান্ত হয়ে ওঁদের কেউ হারিয়েছেন বাড়ি, কেউবা ঘর হারিয়ে আশ্রয় নিয়েছেন মালদহের বৈষ্ণবনগরে। পুলিশের অভয় পেয়ে তাঁরা বর্তমানে বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁদের এলাকায় যাচ্ছে শুনে, আরও খানিকটা আশ্বস্ত হয়েছিলেন তাঁরা। ভেবেছিলেন, মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি তাঁদের অবস্থার কথা শোনাবেন। কিন্তু সেটা হল না। প্রায় তিন থেকে চার ঘণ্টা অপেক্ষা করার পরও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না বেদবোনা গ্রামের বাসিন্দারা।
এক বয়স্ক মহিলা বলেন, “আমার হাঁটুতে ব্যথা। ওত হাঁটতে পারি না। আমি পুলিশকে বললাম, আমাদের যেতে দাও। তাও যেতে দিল না।” আরেক মহিলা বললেন, “আমাদের ওখানে গিয়ে পোড়া ছাই কেন দেখা হল না? পুলিশ আমাদের এপাশে আসতেই দিল না। আমরা ক্ষতিপূরণও দেয়নি।”

