Murshidabad: একের পর এক ছাগল চুরি হচ্ছিল, সন্দেহের বশে ৩ যুবককে গাছে বেঁধে পাটাল এলাকাবাসী
Murshidabad: জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় গৃহপালিত পশু চুরির ঘটনা ঘটেই চলেছে। এবার হাতেনাতে ধরা পড়ল প্রথমে তিন যুবক। পরে অভিযোগের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
হরিহরপাড়া: ফের গণপিটুনির ঘটনা। এবারের ঘটনাস্থল হরিহরপাড়া। সেখানে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ল চার যুবক। ধৃতদের গাছে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় গৃহপালিত পশু চুরির ঘটনা ঘটেই চলেছে। এবার হাতেনাতে ধরা পড়ল প্রথমে তিন যুবক। পরে অভিযোগের ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, তিনজন যুবক ছাগল চুরি করে আবদুলপুরে এক ব্যক্তির কাছে বিক্রি করতে গিয়েছিল। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদ করতেই তারা ইতস্তুত বোধ করে।
তখন খোঁজখবর নিয়ে ছাগল মালিককে জানানো হলে তাদেরকে ধরে গাছে বেঁধে বেধড়ক ভাবে মারধর করা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে ছাগল মালিক। ধৃতদের নাম মিলন মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, শ্রীকাশ মণ্ডল ও সুব্বার আলি । ধৃত চারজনকে গ্রেফতার করে রবিবার জেলা আদালতে পাঠানো হয়েছে।