AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোট মিটলেও জারি সন্ত্রাস, মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ বোমা

ভোট (West Bengal Assembly Election 2021) শেষ হতেই বিপুল পরিমাণ বোমা উদ্ধার মুর্শিদাবাদে (Murshidabad)।

ভোট মিটলেও জারি সন্ত্রাস, মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ বোমা
নিজস্ব চিত্র
| Updated on: Apr 28, 2021 | 8:44 AM
Share

মুর্শিদাবাদ: ভোট (West Bengal Assembly Election 2021) শেষ হতেই বিপুল পরিমাণ বোমা উদ্ধার মুর্শিদাবাদে (Murshidabad)। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সুতি থানার মাহতাবপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ।

জানা গিয়েছে, সুতি থানার মাহতাবপুর এলাকায় একটি আমবাগানে চারটি জার ভর্তি বোমার খবর পায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ। প্রথমে দড়ি দিয়ে স্থানটিকে ঘিরে রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমাগুলি রেখেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোট আবহে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। রাজনৈতিক হিংসার বলি হয়েছে দু’জন। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় প্রথমে এক কংগ্রেস কর্মী খুনের অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টার ব্যবধানেই তৃণমূল কর্মীকে কুপিয়ে বোমা মেরে খুন করা হয়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ভোটের সময়েই যুযুধান প্রতিপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ ভূমিকম্প! কেঁপে উঠল কলকাতার মাটিও

তবে ভোট পরবর্তী সন্ত্রাস যে জারি, তা বোঝা যাচ্ছে এখনও। ভোট মিটলেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রয়েছে চাপা উত্তেজনা। বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের খবরে তৎপর পুলিশ।