Ram Navami 2022: সৌহার্দ্যের রামনবমী, শোভাযাত্রায় পা মেলালেন পাঁচথুপির হিন্দু-মুসলিম ভাইয়েরা
Murshidabad: এদিন শোভাযাত্রা ঘিরে পুলিশের কড়া নজরদারি ছিল। হিন্দু- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই পা মেলান পুরুষোত্তম রামকে শ্রদ্ধা জানিয়ে।
মুর্শিদাবাদ: এ এক অন্যরকম রামনবমী উদযাপন। সম্প্রীতির, সৌহার্দ্যের রামনবমী। পুরুষোত্তম রামকে শ্রদ্ধা জানাতে শোভাযাত্রা বের হয় এই পুণ্য তিথিতে। সেই শোভাযাত্রায় পা মেলালেন বড়ঞা থানা এলাকার পাঁচথুপির হিন্দু, মুসলমান সকলেই। রবিবার সকালে পাঁচথুপি রাম মন্দির ও শান্তি কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন জাতি, ধর্ম নির্বিশেষে আট থেকে আশি সমস্ত বয়সের মানুষ। রাম মন্দির চত্বর থেকে হাতিবাগান, নেতাজি মোড়, স্থানীয় বাজার এলাকা ঘুরে রাজবাড়ির সামনে শেষ হয় এই শোভাযাত্রা। এদিন শোভাযাত্রা ঘিরে পুলিশের কড়া নজরদারি ছিল। হিন্দু- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই পা মেলান পুরুষোত্তম রামকে শ্রদ্ধা জানিয়ে।
শোভাযাত্রার পুরভাগে ছিলেন অজিত লাহা। এই কমিটির গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তিনি। অজিত লাহা বলেন, “বিশ্বহিন্দু পরিষদের তরফে রাম নবমী পালিত হচ্ছে। আমাদের এখানে একটা রাম সীতার মন্দির আছে। সেই মন্দিরে পরিক্রমা করে পুজোপাঠ শুরু হয়েছে। গোটা ভারতবর্ষব্যাপী এই রামনবমী উদযাপন চলছে। আমাদের পাঁচথুপি পিস কমিটি তৈরি হয়েছে বড়ঞা থানার ওসির নেতৃত্ব। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সমানভাবে একত্রিত হয়ে এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য একটা বার্তা দেওয়া। এই শোভাযাত্রা নিয়ে অনেক জায়গায় অনেক বিতর্ক হয়। কিন্তু তার কোনও দরকারই নেই। সকলে মিলে এটা পালন করি। পাঁচথুপির সমস্ত মানুষ হিন্দু, মুসলমান ধর্মনিরপেক্ষভাবে এগিয়ে এসেছি।”
শোভাযাত্রায় পুরভাগে থাকা আরেকজন আলহাজ আতাহার শেখ। তিনি বলেন, “রামচন্দ্র ছিলেন একজন দেবতা। তাঁকে স্মরণ করে এই দিনটি গোটা ভারতবর্ষে পালন করা হয়। আজ আমরা হিন্দু, মুসলিম একসঙ্গে শোভাযাত্রা করলাম। এটা ঐতিহাসিক দিন হিসাবে থাকবে। আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। ২০১০ সালে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা হিন্দু, মুসলিম দু’জন ভাইকে হারাই। আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম এমন একটা দিন আসুক যেদিন হিন্দু মুসলমান সকলে একই মিছিলে পা মেলাব। তা হিন্দুর মিছিল হোক বা মুসলমানের। ধর্ম নিজের, উৎসব সকলের। আজকের দিনে আমাদের থানার ইনচার্জ সকলকে নিয়ে যেটা করলেন এটা সত্যিই একটা উদাহরণ। পাঁচথুপির মানুষ, গোটা বাংলার মানুষ, দেশের মানুষ জানবে এই সৌহার্দ্যের কথা।”
আরও পড়ুন: Ram Navami 2022: অস্ত্র মিছিল কেন রামনবমীতে? রামচন্দ্রের সঙ্গেই বা অস্ত্রের কী যোগ? কী বলছে পুরাণ