Murshidabad Extramarital affairs: বিয়ের এক বছরের মধ্যেই স্বামীর পরকীয়া ধরে ফেলেছিলেন স্ত্রী, পরে চোকালেন চরম মূল্য
Murshidabad: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা শরৎ ঘোষ। পেশায় মেষ পালক।
মুর্শিদাবাদ: মাত্র এক বছর বিয়ে হয়েছে ওদের। কিন্তু তার মধ্যেই লেগে রয়েছে সাংসারিক অশান্তি। পরে যখন স্ত্রী জানতে পারেন স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তখন সেই অশান্তি পৌঁছায় চরমে। ফলস্বরূপ… । বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রিয়াঙ্কা ঘোষ(২০)। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামীসহ তার পরিজনরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মৃতার পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা শরৎ ঘোষ। পেশায় মেষ পালক। প্রায় এক বছর আগে তার সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার। প্রথম কিছুদিন সংসার ঠিকমত চলার পরই প্রকাশ্যে আসে শরৎ-এর বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই বিষয়টি নিয়েই নব দম্পতির মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। প্রতিবাদ করায় মাঝেমধ্যে স্ত্রীকে অভিযুক্ত মারধর করত। অভিযোগ, এদিন একই কারণে দুজনের মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তির মাঝেই হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে শরৎ। সেই আঘাতে গুরুতর জখম হন প্রিয়াঙ্কা। এদিকে, চেঁচামেচিতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তারাই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেশী হারু ঘোষ বলেন, “স্ত্রীর উপর লাগাতার অত্যাচার করত শরৎ। এদিন অশান্তি চরমে পৌঁছালে নিজের বাবা ও দাদাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে কোপায় সে। বিষয়টি নিয়ে আমরা অভিযোগ দায়ের করেছি। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত সপরিবারে পলাতক।”
এদিকে, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে রঘুনাথগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের। অভিযুক্ত স্বামী ও তার পলাতক পরিজনদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন: Murshidabad Fake Currency: হতবাক পুলিশও! সস্ত্রীক মজনুর ব্যাগে এ কী পেলেন তাঁরা?
আরও পড়ুন: Jalpaiguri Minor Harassment: একরাতে ৩ নাবালিকার ‘শ্লীলতাহানি’, পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য