নদিয়া: মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায়। ফোনে কথা বলতে-বলতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন সরকারি আধিকারিক। মুহুর্তের মধ্যে চলে গেল প্রাণ। চোখের সামনে চার তলা থেকে মাটিতে পড়ে অকালেই শেষ সমস্ত কিছু। নদিয়ার জেলা শাসক অফিসের ঘটনা। পরে ওই আধিকারিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দফতরের ঘটনা। মৃত ওই আধিকারিকের নাম অসীম পাল। তাঁর বাড়ি নৈহাটি। দু’সপ্তাহ আগে তিনি উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসাবে জেলাশাসক দফতরে নিয়োগ হন। সূত্রের খবর, আজ সকাল সাড়ে দশটা নাগাদ ফোনে কথা বলতে-বলতে সিঁড়ি দিয়ে চার তলায় ওঠেন অসীমবাবু। এরপর হঠাৎ অন্যমনস্ক হয়ে সিঁড়ির মাঝের জানালা দিয়ে মাটিতে পড়ে যান। বিকট শব্দে সঙ্গে-সঙ্গে ছুটে আসেন অফিসের কর্মী থেকে শুরু করে আরও অনেকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন।
খবড় পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে জেলা প্রশাসনের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই অফিসের এক কর্মী জানান, “আমরা ঘরেই কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে এলাকায় ছুটে আসি। দেখি পড়ে রয়েছেন উনি। চারতলায় ফোনে কথা বলছিলেন। সেই সময় কোনও ভাবে পড়ে গিয়েছেন। আমরা যখন যাই দেখি সব লোকজন ছোটাছুটি করছে। বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে মালদা মেডিক্যাল কলেজের ছয় তলার উপর থেকে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হয় শিশুর। ঘটনায় শোকের ছায়া নামে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানান যায়, সকলের চোখ ফাঁকি দিয়ে মেডিক্যাল কলেজের ছয় তলার উপরে ওঠে শিশুটি। এরপর খেলার ছলে রেলিং ধরে নামতে চায় সে। তখনই ঘটে যায় অঘটন। পড়ে গিয়ে শেষ হয়ে যায় ছোট্ট প্রাণ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
নদিয়া: মর্মান্তিক দুর্ঘটনা নদিয়ায়। ফোনে কথা বলতে-বলতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন সরকারি আধিকারিক। মুহুর্তের মধ্যে চলে গেল প্রাণ। চোখের সামনে চার তলা থেকে মাটিতে পড়ে অকালেই শেষ সমস্ত কিছু। নদিয়ার জেলা শাসক অফিসের ঘটনা। পরে ওই আধিকারিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
নদিয়ার কৃষ্ণনগর জেলাশাসক দফতরের ঘটনা। মৃত ওই আধিকারিকের নাম অসীম পাল। তাঁর বাড়ি নৈহাটি। দু’সপ্তাহ আগে তিনি উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক হিসাবে জেলাশাসক দফতরে নিয়োগ হন। সূত্রের খবর, আজ সকাল সাড়ে দশটা নাগাদ ফোনে কথা বলতে-বলতে সিঁড়ি দিয়ে চার তলায় ওঠেন অসীমবাবু। এরপর হঠাৎ অন্যমনস্ক হয়ে সিঁড়ির মাঝের জানালা দিয়ে মাটিতে পড়ে যান। বিকট শব্দে সঙ্গে-সঙ্গে ছুটে আসেন অফিসের কর্মী থেকে শুরু করে আরও অনেকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন।
খবড় পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই বিষয়ে জেলা প্রশাসনের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই অফিসের এক কর্মী জানান, “আমরা ঘরেই কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দে এলাকায় ছুটে আসি। দেখি পড়ে রয়েছেন উনি। চারতলায় ফোনে কথা বলছিলেন। সেই সময় কোনও ভাবে পড়ে গিয়েছেন। আমরা যখন যাই দেখি সব লোকজন ছোটাছুটি করছে। বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে মালদা মেডিক্যাল কলেজের ছয় তলার উপর থেকে নামতে গিয়ে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হয় শিশুর। ঘটনায় শোকের ছায়া নামে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানান যায়, সকলের চোখ ফাঁকি দিয়ে মেডিক্যাল কলেজের ছয় তলার উপরে ওঠে শিশুটি। এরপর খেলার ছলে রেলিং ধরে নামতে চায় সে। তখনই ঘটে যায় অঘটন। পড়ে গিয়ে শেষ হয়ে যায় ছোট্ট প্রাণ।