Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: কাউন্টিং এজেন্টদের ‘নিরাপদ আশ্রয়ে’ তুলে আনল বিজেপি, কীসের শঙ্কা পদ্মে

Nadia: বিজেপির কাউন্টিং এজেন্টদের রাতের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে পার্টি অফিসের তরফে। এরপর আগামিকাল সকালে তাঁরা রওনা দেবেন গণনাকেন্দ্রের উদ্দেশে। বিজেপির তরফে আশঙ্কা করা হচ্ছে, রাতের অন্ধকারে তাদের কাউন্টিং এজেন্টদের উপর হামলা হতে পারে।

Bengal BJP: কাউন্টিং এজেন্টদের 'নিরাপদ আশ্রয়ে' তুলে আনল বিজেপি, কীসের শঙ্কা পদ্মে
বিজেপি পার্টি অফিসের সামনের ছবিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 8:18 PM

নদিয়া: রাত পোহালেই ভোটগণনা। তার আগে বাড়তি সতর্কতা পদ্ম শিবিরের অন্দরে। বিজেপির কাউন্টিং এজেন্টদের উপর হামলা করা হতে পারে এবং তাঁদের অপহরণ করা হতে পারে বলে আশঙ্কা গেরুয়া শিবিরের জেলা নেতৃত্বের। তাই সব কাউন্টিং এজেন্টদের নিয়ে আসা হয়েছে দলের পার্টি অফিসে। পার্টি অফিসের তরফেই তাঁদের রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। দলীয় কার্যালয়ে যতজনের রাত্রিবাসের ব্যবস্থা করা সম্ভব হয়েছে, তা করা হয়েছে। পাশাপাশি সংলগ্ন অঞ্চলে আরও দুটি লজ ভাড়া করা হয়েছে বাকিদের রাত্রিবাসের ব্যবস্থা করার জন্য।

বিজেপির কাউন্টিং এজেন্টদের রাতের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে পার্টি অফিসের তরফে। এরপর আগামিকাল সকালে তাঁরা রওনা দেবেন গণনাকেন্দ্রের উদ্দেশে। বিজেপির তরফে আশঙ্কা করা হচ্ছে, রাতের অন্ধকারে তাদের কাউন্টিং এজেন্টদের উপর হামলা হতে পারে। কিংবা আগামিকাল সকালে তাঁদের গণনাকেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার পথে বাধা দেওয়া হতে পারে। সেই আশঙ্কা থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাচ্ছে দলের জেলা নেতৃত্ব।

উল্লেখ্য, এর আগে বাংলার বিভিন্ন নির্বাচনের সময়ে অশান্তি ও হিংসার অভিযোগ উঠে এসেছিল। গত বিধানসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনে বিস্তর অভিযোগ উঠেছিল বিরোধীদের দিক থেকে। এবার লোকসভা ভোটের গণনা পর্বের আগে তাই বাড়তি সতর্ক বিজেপি শিবির। দলের কাউন্টিং এজেন্টদের তাই আগেভাগে দলীয় কার্যালয়ে এনে নিরাপদ আশ্রয়ে রাখছে পদ্ম নেতৃত্ব।