Nadia: এই টোটোর ভিতরেই কি না এত কিছু? চক্ষু চড়কগাছ পুলিশেরও
Nadia: নদিয়ার চাকদহ থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে চাকদহ থানার মনসা পোতা ষষ্ঠী তলায় চালায় বিশেষ অভিযান চালায়। এরপর একটি টোটো গাড়িকে আটক করে। পুলিশের তরফে জানানো হয়, টোটোটি কোন লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ নিয়ে যাচ্ছিল।

নদিয়া: টোটো নিয়ে ছুটছিল। আর পাঁচটা টোটো যেমন রোজ-রোজ ছোটে। কিন্তু তার মধ্যে থেকেই যে এই ঘটনা ঘটবে কে ভেবেছিল? পুলিশের কড়া নজর এড়িয়ে পালিয়ে যাবেন ভেবেছিলেন টোটোচালক। কিন্তু হয়নি। আর তারপরই ঘুরে গেল খেলা। টোটোর ভিতর তল্লাশি চালাতেই উদ্ধার প্রচুর বেআইনি মদ।
প্রতিবছরই মাদক বিরোধী দিবস পালিত হয়। সেই নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। তবুও কি সচেতন হচ্ছেন মানুষ? এবার বেআইনিভাবে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে করা অ্যাকশন জেলা পুলিশের।
নদিয়ার চাকদহ থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে চাকদহ থানার মনসা পোতা ষষ্ঠী তলায় চালায় বিশেষ অভিযান চালায়। এরপর একটি টোটো গাড়িকে আটক করে। পুলিশের তরফে জানানো হয়, টোটোটি কোন লাইসেন্স বা কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ নিয়ে যাচ্ছিল।
এরপরই পুলিশ আটক করে অভিযুক্ত টোটো চালককে। বিভিন্ন প্রশ্নের উত্তর না দিতে পারায় টোটো চালককে গ্রেফতার করে পুলিশ। এরপর বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মদ। রবিবার ধৃতকে তোলা হয় আদালতে।





