Nadia: স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিল, ফাটল ভবনেও, আতঙ্ক
Nadia: শুক্রবার বিদ্যালয় চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের পাঁচিল। ভবনেও দেখা দেয় ফাটল। আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারাও।

নদিয়া: বিদ্যালয় চলাকালীন ভেঙে পড়ল বিদ্যালয়ের পাঁচিল, ভবনের একাংশেও ধরল ফাটল। চাঞ্চল্যকর ঘটনা হরিণঘাটার বড় জাগুলিয়া গোপাল অ্যাকাডেমিতে।
জানা গিয়েছে, শুক্রবার বিদ্যালয় চলাকালীন হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের পাঁচিল। ভবনেও দেখা দেয় ফাটল। আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারাও। হরিণঘাটার এলাকা জুড়ে PHE এর উদ্যোগে হরিণঘাটা পৌর এলাকায় বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। সেই কাজের উদ্দেশ্যে বেশ কয়েকদিন যাবৎ বড়জাগুলিয়া মোড় সংলগ্ন বড়জাগুলিয়া গোপাল অ্যাকাডেমির সামনে খনন করা হয়েছে।
তার মধ্যে লাগাতার প্রবল বর্ষণ চলছে। বাড়িতেই মাটির ধস নেমে এই পাঁচিল হুড় মুড়িয়ে পড়ে যায় শুক্রবার দুপুরে। পাশাপাশি বিদ্যালয় ভবনের প্রধান শিক্ষকের ঘরেও ফাটল দেখা দেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের সকলের মধ্যে। প্রধান শিক্ষক পুরসভায় খবর দেয়। কল্যাণী মহকুমা শাসকের তরফে সংশ্লিষ্ট দফতরে। ছোট আসেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা কাজ করা সংস্থার ইঞ্জিনিয়াররা, যান হরিণঘাটা পুরসভার পুরপ্রধান দেবাশিষ বসু, হরিণঘাটা পুরসভার উপ-পুরপ্রধান সঞ্জীব রাম, হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম সাহা-সহ হরিণঘাটা পুরসভার অন্যান্য কাউন্সিলর ও সরকারি কর্মীরা।
জনস্বার্থে উন্নয়নের কাজ করতে গিয়ে একটি সমস্যা হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। এবং বিদ্যালয়ের যাতে কোন রকম ভাবে ক্ষতি না হয়, পাশাপাশি যা ক্ষতি হয়েছে তা সংস্কার করার সঙ্গে বিদ্যালয়ের ভবনকে সুরক্ষিত করে এবং পড়ুয়া থেকে শুরু করে সকলের সুরক্ষার কথা মাথায় রেখে তবেই এই কাজ পুনরায় শুরু হবে।
অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকুমার হাজরা জানিয়েছেন, বিদ্যালয়ের সামনে পি এইচ জলের পাইপ বসানোর কাজ হবে তা জানানো হয়েছিল পৌরসভার পক্ষ থেকে, কিন্তু এই পাইপ বসাতে কতটা খনন করা হবে তা বলা হয়নি। লাগাতার বৃষ্টিতে এমনিতেই মাটি নরম হয়ে গিয়েছে তার মধ্যে এত বড় খনন করার জন্যই বিদ্যালয়ের পাঁচিল ভেঙে পড়েছে, ভবনেও ফাটল দেখা দিয়েছে।

