Narendra Modi Live: অত্যাচার ও বিশ্বাসঘাতকতার দ্বিতীয় নাম তৃণমূল: মোদী

| Edited By: | Updated on: Mar 02, 2024 | 5:49 PM

Narendra Modi Live: আজ কৃষ্ণনগরে একাধিক সরকারি প্রকল্পের সূচনা হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এরপর কৃষ্ণনগরে গভর্নমেন্ট কলেজের মাঠে জনসভা যোগ দেবেন প্রধানমন্ত্রী। সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা নিয়ে মোদী মন্তব্য করেন কি না, সে দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

Narendra Modi Live: অত্যাচার ও বিশ্বাসঘাতকতার দ্বিতীয় নাম তৃণমূল: মোদী
কৃষ্ণনগরে মোদীImage Credit source: TV9 Bangla

আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দ্বিতীয় দিন। শুক্রবার আরামবাগের পর আজ কৃষ্ণনগরে জনসভা রয়েচে মোদীর। সকালেই রাজভবন থেকে বেরিয়ে যান মোদী। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর হেলিকপ্টার পৌঁছেছে কৃষ্ণনগরে। প্রথমে একটি প্রশাসনিক সভায় যোগ দেবেন মোদী। তারপর যোগ দেবেন জনসভায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Mar 2024 12:21 PM (IST)

    সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে তৃণমূল: মোদী

    মোদী বলেন, ‘২৫ লক্ষ মনরেগা জব কার্ড তৈরি করা হয়েছে, যার জন্ম হয়নি তারও জব কার্ড বানানো হয়েছে। গরিব মানুষের টাকা তোলাবাজ লুটে নিয়েছে। সব স্কিমকে স্ক্যামে বদলে দিচ্ছে। এতে তৃণমূল মাস্টার।’

  • 02 Mar 2024 12:16 PM (IST)

    এখানে পুলিশ নয়, অপরাধী সব ঠিক করে: মোদী

    সন্দেশখালি প্রসঙ্গে মোদী বলেন, “আজ মা-মাটি-মানুষ তৃণমূলের শাসনে কাঁদছে। সন্দেশখালির মা-বোনেরা কাঁদছে। কিন্তু তৃণমূল তাঁদের কথা শুনছে না। এখানে পুলিশ নয়, অপরাধী ঠিক করে, কবে আত্মসমর্পণ করবে, কবে গ্রেফতার হবে। রাজ্য সরকার তো চাইছিল না অপরাধী গ্রেফতার হোক। কিন্তু বাংলার নারী শক্তি দুর্গা হয়ে লড়াই করেছে। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিজেপি কর্মীরা।”

  • 02 Mar 2024 12:10 PM (IST)

    দরিদ্র মানুষের সেবার জন্য কাজ করছে বিজেপি: মোদী

    আয়ুষ্মান ভারতের কথা উল্লেখ করে মোদী বলেন, “তৃণমূল সরকার এই যোজনা কার্যকর হতে দিচ্ছে না। বিজেপি দরিদ্র মানুষের সেবার জন্য কাজ করছে। ২০১৪ সাল পর্যন্ত রাজ্যে মাত্র ১৪টি সরকারি মেডিক্যাল কলেজ ছিল। গত ১০ বছরে সেটা বেড়ে সংখ্যাটা ২৬ হয়েছে।”

  • 02 Mar 2024 12:06 PM (IST)

    তৃণমূলের কাছে ‘আগে কমিশন, পরে পারমিশন’, কটাক্ষ মোদীর

    রাজ্য সরকার কী কাজ করছে, তার উদাহরণ হল বাংলার প্রথম এইমস। মোদী গ্যারান্টি দিয়েছিলেন বাংলায় তৈরি হলে এইমস। বাংলায় মোদী বলেন, ‘বুঝলেন মোদীর গ্যারান্টি হল পূরণ হওয়ার গ্যারান্টি।’

    মোদী বলেন, “কিছুদিন আগেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কল্যাণীর এইমস উদ্বোধন করেছি। ১০০০ বেডের এই হাসপাতালে মানুষের অনেক সুবিধা হবে, আরও বেশি রোজগারের সুযোগ এনেছে। কিন্তু এতে পশ্চিমবঙ্গ সরকারের এইমস তৈরি হওয়া নিয়ে সমস্যা রয়েছে। রাজ্য় সরকার বলছে, অনুমতি নেওয়া হয়নি কেন? তৃণমূলের তোলাবাজদের, গুণ্ডাদের অনুমতি লাগে না। আর এত বড় হাসপাতাল নিয়ে অনুমতির প্রশ্ন তুলছেন মোদী। কমিশন না দিলে অনুমতি দেয় না তৃণমূল। আগে কমিশন, তারপর পারমিশন।”

  • 02 Mar 2024 11:55 AM (IST)

    অত্যাচার ও বিশ্বাসঘাতকতার দ্বিতীয় নাম তৃণমূল: মোদী

    তৃণমূলকে আক্রমণ করে মোদী বলেন, ‘অত্যাচার ও বিশ্বাসঘাতকতার দ্বিতীয় নাম তৃণমূল। তৃণমূলের জন্য দুর্নীতি আর পরিবারবাদই গুরুত্বপূর্ণ, মানুষের উন্নয়ন নয়। তৃণমূল বাংলার মানুষকে গরিব করেই রেখে দিতে চায়, যাতে তৃণমূলের রাজনীতি চলতে থাকে, খেলা চলতে থাকে।’

  • 02 Mar 2024 11:54 AM (IST)

    এবার এনডিএ সরকার, ৪০০ পার: মোদী

    এবার এনডিএ সরকার, ৪০০ পার। কৃষ্ণনগরে বললেন মোদী। মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, ‘২২০০০ কোটি টাকার প্রকল্প সূচনা করেছি। এই সব প্রকল্প বাংলায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, বন্দরের উন্নয়ন ঘটাবে। এর ফলে মানুষের রোজগার বাড়বে।’

  • 02 Mar 2024 11:49 AM (IST)

    চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানালেন মোদী

    এটা শ্রীকৃষ্ণের প্রচারক চৈতন্যদেবের জন্মস্থান। আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানাচ্ছি। শ্রীকৃষ্ণ দ্বারকা নগরী তৈরি করেছিলেন, যেটা সমুদ্রে ডুবে গিয়েছিল। কয়েকদিন আগে সমুদ্রের নীচে গিয়ে সেই দ্বারকা নগরীর মাটি স্পর্শ করার সৌভাগ্য় হয়েছিল আমার: মোদী।

  • 02 Mar 2024 11:46 AM (IST)

    আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি: মোদী

    ‘মাঠটা ছোট হয়ে গিয়েছে। আপনাদের সমস্যা হচ্ছে। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ মঞ্চে উঠেই বললেন মোদী। বললেন, ‘আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’

  • 02 Mar 2024 11:41 AM (IST)

    ‘সন্দেশখালির বদলা হবে তো?’ মঞ্চ থেকে বললেন শুভেন্দু

    ‘কৃষ্ণনগরের সাংসদ এখন নেই, প্রাক্তন হয়েছেন। পাসওয়ার্ড বিক্রি করেছিলেন। তার বদলা হবে তো? সন্দেশখালির বদলা হবে তো?’ মঞ্চ থেকে বললেন শুভেন্দু অধিকারী।

  • 02 Mar 2024 11:35 AM (IST)

    ‘লিপস্টিকের লোভে লগ ইন আইডি দিয়ে দিলেন’, মহুয়াকে আক্রমণ সুকান্তর

    কৃষ্ণনগরের সভা থেকে মহুয়া মৈত্রকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘একজন সামান্য টাকার লোভে, লিপস্টিকের লোভে সাংসদের লগ ইন আইডি দিয়ে দিলেন অন্য কাউকে, তাঁকে সাংসদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

  • 02 Mar 2024 11:27 AM (IST)

    হুড খোলা গাড়িতে রোড শো মোদীর

    কৃষ্ণনগরে বিজেপির বিজয় সঙ্কল্প সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে সভাস্থলে যাওয়ার পথে রোড শো করলেন মোদী। হুড খোলা গাড়িতে হাত নাড়তে নাড়তে গেলেন প্রধানমন্ত্রী। বহু সমর্থকও হাত নেড়ে অভিবাদন জানান তাঁকে।

    রোড শো-তে মোদী

  • 02 Mar 2024 11:12 AM (IST)

    জাতীয় সড়ক থেকে রেল প্রকল্পের সূচনা

    প্রকল্প সম্পর্কে মোদী জানান, ফরাক্কা ও রায়গঞ্জের মধ্যে জাতীয় সড়ক উদ্বোধন করা হয়েছে। এর জন্য ২০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর ফলে বহু মানুষের যাতায়াত সহজ হবে। মোদী বলেন, ‘চার রেল যোজনার সূচনা করলাম আজ।’

  • 02 Mar 2024 11:08 AM (IST)

    বাংলায় উন্নয়নের বার্তা মোদীর, বাড়বে কর্মসংস্থান

    মোদী জানিয়েছেন, এই সব প্রকল্প থেকে পশ্চিমবঙ্গে আর্থিক উন্নয়ন হবে। বাড়বে কর্মসংস্থান। রয়েছে বিদ্যুৎ, রেল সংক্রান্ত প্রকল্প। এর ফলে আশপাশের এলাকাতেও উন্নয়ন হবে।

    কৃষ্ণনগরে মোদী

  • 02 Mar 2024 11:03 AM (IST)

    ১৫০০০ কোটির প্রকল্পের সূচনা মোদীর

    আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন লাইন, বাজারসৌ-আজিমগঞ্জ ডবল লাইন সহ একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। মোট ১৫০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হল এদিন।

  • 02 Mar 2024 10:38 AM (IST)

    তাৎপর্যপূর্ণভাবে বেছে নেওয়া হয়েছে কৃষ্ণনগরকে

    শনিবার সকালেই সভাস্থলে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সভাস্থল পরিদর্শন করেন তিনি। লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরকে তাৎপর্যপূর্ণভাবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া সাংগঠনিক জেলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। পঞ্চায়ে নির্বাচনেও হয়েছিল ভাল ফল। তাই এই কেন্দ্রকে পাখির চোখ করা হচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Published On - Mar 02,2024 10:35 AM

Follow Us: