Shantipur By Poll 2021: ‘তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেব…’, শান্তিপুরে মহিলা ভোটারদের ‘হুমকি’
Shantipur By Poll 2021: এলাকায় বিজেপি নেতৃত্বের দাবি, আগের নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে এলাকায়। সেই কারণে তাঁদের এমন হুমকি বলে মনে করছে এলাকার বিজেপি নেতৃত্ব।
নদিয়া: ‘তৃণমূলকে (TMC) ভোট না দিলে দেখে নেব…’, আতঙ্কে ভোট দিতে যাচ্ছেন না গ্রামের মহিলারা। শান্তিপুর (Shantipur By Poll 2021) বিধানসভার বাগ আঁচড়া গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে অজয় পল্লি এলাকার ঘটনা।
গ্রামের মহিলাদের অভিযোগ, বাইকে কয়েকজন যুবক এলাকায় ঘোরাফেরা করছে। চিৎকার করেই তাঁরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের বয়ান অনুযায়ী, ওই যুবকরা বলেছে, ‘তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেব…’
গ্রামের এক মহিলার বক্তব্য, “এক গাদা বাইক গ্রামের রাস্তায় চক্কর কাটছিল। বাইকে থাকা কয়েকজন চিত্কার করে বলতে থাকে, তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেব। আমরা আতঙ্কিত। আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি। ভয় দিতে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে কিনা, তা নিয়ে চিন্তিত।” ঘটনায় ইতিমধ্যেই লেগেছে রাজনৈতিক রঙ।
এর প্রেক্ষিতে এলাকায় বিজেপি নেতৃত্বের দাবি, আগের নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে এলাকায়। সেই কারণে তাঁদের এমন হুমকি বলে মনে করছে এলাকার বিজেপি নেতৃত্ব।
এলাকার বিজেপি প্রার্থীর নীরঞ্জন বিশ্বাসের বক্তব্য, “গত বিধানসভা ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে সেই আতঙ্কে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোট লুঠের চেষ্টা চলছে।” তৃণমূল নেতৃত্ব অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্যই করতে চাননি। তাঁরা এই অভিযোগকে আমল দিতে নারাজ।
রাত থেকেই বিজেপি কর্মীদের উপর আক্রমণ শানিয়েছে তৃণমূল, বিজেপি এজেন্টদের হুমকি, শাসানির অভিযোগ তুলেছেন শান্তিপুরের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি, পুলিশ প্রশাসনের অসহযোগীতার অভিযোগ করে বিজেপি প্রার্থীর দাবি। তৃণমূলের হয়ে পুলিশ কাজ করছে বলে অভিযোগ।
উল্লেখ্য, শাসক দলের ভয়ে নিজের ছেলেকে গৃহবন্দি করে রাখলেন মা। বিজেপি (BJP) কর্মী তাপস দাসকে রাতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই বিজেপি এজেন্ট হিসেবে তাঁকে বুথে যেতে দেননি তাঁর মা, ঘরে তালা দিয়ে আটকে রাখেন।
এই ঘটনার জেরে ২৪০ নম্বর বুথে দীর্ঘক্ষণ কোনও বিজেপি এজেন্ট ছিল না। অভিযোগকারী বাড়িতে যান শান্তিপুর উপনির্বাচনের (Santipur By Election 2021) বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস (Niranjan Biswas)। তাঁর দাবি, তালিবানি শাসন চলছে শান্তিপুরে। শান্তিপুরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।
তবে মোটের ওপর শান্তিপুরের উপনির্বাচন সকাল থেকেই ছিল একপ্রকার শান্তিপূর্ণ। বিক্ষিপ্ত এ সব অভিযোগ ছাড়া তেমন বড় কোনও অশান্তির খবর মেলেনি। বুথে বুথে ভোটারদের লম্বা লাইনও ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন: গলায় উত্তরীয় পরে বুথে তৃণমূল প্রার্থী ঘোরাফেরা! রিপোর্ট তলব কমিশনের
আরও পড়ুন: বুথে ভোটারের সঙ্গী অন্য কেউ! দিনহাটায় প্রিসাইডিং অফিসারের সামনেই একের পর এক নজিরবিহীন ঘটনা