Nadia: সেনার পোশাক পরে উদ্দাম নাচ… নানারকম অঙ্গভঙ্গী, সাইবার ক্রাইমের দ্বারস্থ সিআইএসএফ জওয়ান
Nadia: 'অপরাজিতা কি দুনিয়া' ও 'অপরাজিতা কি দুলহানিয়া' নামে দুটি পেজ চালান এক মহিলা। তাঁর নাম রীতা মণ্ডল। তিনিই এই নাচের ভিডিয়ো এই ভিডিয়ো আপলোড করেছেন।

নদিয়া: সেনাকর্মী নয়, অথচ সেনাবাহিনীর পোশাক পরে চলছে নাচ। রাস্তার মাঝে রীতিমতো উদ্দাম নাচ চলছে। দেখে স্তম্ভিত সাধারণ মানুষ। পুলিশের দ্বারস্থ হলেন এক সিআরপিএফ জওয়ান। দুই মহিলার ওই নাচে দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ওই জওয়ান।
সম্প্রতি ভারত-পাক সীমান্তে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। ভারতে জঙ্গি হামলার বদলা নিতে পাকিস্তানে চালানো হয় সামরিক অভিযান। এই আবহেই ওই দুই মহিলার নাচ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় একটি ব্রিজের মাঝে সেনার পোশাকে নাচছেন দুই মহিলা। চলছে নানারকম অঙ্গভঙ্গী।
সেই ভিডিয়ো ঘিরে ওঠে সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে সেনাকর্মী, প্রত্যেকেই ওই ঘটনার নিন্দা করেন। এবার ওই দুই মহিলাকে গ্রেফতারের দাবিতে অভিযোগ দায়ের হল সাইবার ক্রাইম বিভাগে।
অভিযোগ উত্তর ২৪ পরগনার কাঁপা ব্রিজের উপর এই নাচ চলছিল। ‘অপরাজিতা কি দুনিয়া’ ও ‘অপরাজিতা কি দুলহানিয়া’ নামে দুটি পেজ চালান এক মহিলা। তাঁর নাম রীতা মণ্ডল। তিনিই এই নাচের ভিডিয়ো এই ভিডিয়ো আপলোড করেছেন। তিনি নদিয়ার বাসিন্দা।
এই ঘটনার জেরে বনগাঁ সাইবার ক্রাইম থানায় ওই দুই মহিলার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জানিয়েছেন এক সিআরপিএফ জওয়ান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর পোশাক ওই দুই মহিলা কোথা থেকে পেলেন?





