West Bengal Assembly Election 2021 Phase 5: বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে ‘মার’, অশান্তি কল্যাণীতে
ভোট (West Bengal Assembly Election 2021) শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত অশান্তি কল্যাণীতে (Kalyani)।
কল্যাণী: ভোট (West Bengal Assembly Election 2021) শুরু হওয়ার আগেই বিক্ষিপ্ত অশান্তি কল্যাণীতে (Kalyani)। কাঁটাগঞ্জে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ।
জানা যাচ্ছে, কাঁটাগঞ্জের বিজেপি বুথ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য এজেন্টদের বসিয়ে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেসময় সাত আট জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। চায়ের দোকানেই তাঁদের গায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। চলে এলোপাথাড়ি মারধরও। চায়ের দোকানেও ভাঙচুর করা হয়।
এ প্রশঙ্গে প্রশান্ত ভট্টাচার্য বলেন, “ওরা কয়েক দিনই এলাকায় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা একটা টিম। আমি এজেন্টকে নিয়ে চা খাচ্ছিলাম। এলাকায় সন্ত্রাস তৈরি করছিল। লড়াই করে এজেন্ট বসিয়েছি বুথে। সেটাও ওদের গাত্রদাহ। আচমকাই এসে মারধর করে। রাস্তায় ফেলে পেটায় আমাকে। পরে স্থানীয়রাই উদ্ধার করেন।” প্রশান্তের ঠোঁটে, মুখে আঘাত লেগেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি থমথমে রয়েছে।